বাংলার জন্য মোটেও সুখবর নয়! বহু বাংলার পাখি কমছে। শুক্রবার 'স্টেট অফ ইন্ডিয়া'স বার্ডস' (SoIB 2023) এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে দিল্লিতে। ১৭৮টি প্রজাতিকে উচ্চ সংরক্ষণের অগ্রাধিকার হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। যার মধ্যে ২০টি বাংলার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। আইইউসিএন ওই 'রেড লিস্ট' ফের খতিয়ে দেখার জন্য রিপোর্টে সুপারিশ করা হয়েছে। ওই তালিকায় থাকা ১৫টি প্রজাতির পাখিই বাংলার।
ওই রিপোর্টের দ্বিতীয় সংস্করণে ৩০ হাজারেরও বেশি পাখি পর্যবেক্ষকের ৩০ মিলিয়ন পর্যবেক্ষণের ডেটা সংগ্রহ করা হয়েছে। যেকারণে এবারের রিপোর্টে ৮৬৭ থেকে ৯৪২টি প্রজাতির পাখির ডেটা সংরক্ষণ করা হয়েছে। ৩০ বছরের মধ্যে পাখিদের জগতের পরিবর্তন উঠে এসেছে রিপোর্টে।
বাংলায় উচ্চ সংরক্ষণের অগ্রাধিকার হিসাবে শ্রেণীবদ্ধ প্রজাতির মধ্যে রয়েছে রডি শেলডাক, সাধারণ মার্গানসার, গ্রেট ক্রেস্টেড গ্রেব, ফ্যাকাশে-কাপড কবুতর, কম স্যান্ড প্লোভার, গ্রেট নট, কম অ্যাডজুট্যান্ট স্টর্ক, রুফাস-নেকড হর্নবিল, বাদামী-পাখাওয়ালা, কালো-কিংফড। এছাড়াও কিংফিশার, ম্যাগ্রোফ পিট্টা, ব্রিস্টলড গ্রাসবার্ড, গ্রেট প্যারটবিল, হোয়ারি থ্রোটেড ব্রায়িং, বিউটিফুল নটাচ, স্পট উইংগড স্টার্লিং, অলিভ বেকড পিপিট, এবং ইয়েলো ব্রেস্টেড বান্টিং।
এই ২০টি প্রজাতির মধ্যে, গবেষণায় শীর্ষ চারটি প্রজাতি তুলে ধরা হয়েছে - রুফাস-নেকড হর্নবিল, ব্রাউন-উইংড কিংফিশার, গ্রেট প্যারটবিল এবং হলুদ ব্রেস্টেড বান্টিং। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সর্বোচ্চ সংরক্ষণের অগ্রাধিকারের প্রজাতি নির্ধারণ করা হয়েছিল একাধিক কারণের উপর ভিত্তি করে। যার মধ্যে সেই রাজ্যে থাকা প্রতিটি উচ্চ-অগ্রাধিকারপ্রাপ্ত প্রজাতির ভারতীয় পরিসরের অনুপাতও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, তৃণভূমি ও অন্যান্য উন্মুক্ত আবাসস্থল, জলাভূমি ও বনভূমির পাখি দ্রুত হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তনে পাখিদের সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে। কমেছে পাখির আবাসস্থল। ধীরে ধীরে বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে অসংখ্য বন্যপ্রাণী।