21 July TMC Live: আজ রবিবার, তৃণমূল কংগ্রেস শহিদ সমাবেশের আয়োজন করেছে। রাজ্যে লোকসভা নির্বাচনে ভাল ফলের পর এবার রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করার পরিকল্পনা রয়েছে শাসক দলের। শনিবার সকাল থেকেই দূর-দূরান্তের জেলার কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন।
উল্লেখযোগ্য বিষয়টি হল, এবার ২১ জুলাইয়ের মঞ্চে থাকবেন অখিলেশও। লোকসভা ভোটে বিরোধী জোটের ভাল ফল হয়েছে। বিশেষত রাজ্যে তৃণমূল কংগ্রেসের দাপটে বিজেপির সিট কমেছে। এমন পরিস্থিতিতে দলীয় কর্মীদের উদ্দেশে কী বার্তা দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)? সেদিকেই তাকিয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা।
২১ জুলাইয়ের আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, '২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ।'
এবার একুশের মঞ্চে থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। গতকাল সমাবেশের প্রস্তুতি তদারকি করতে এসেই এই বিষয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশের মানুষকে আশ্রয় দেব যদি তারা চায়, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। তবে কেউ যদি বাংলার দরজা খটখট করে তাহলে তাদের আশ্রয় দেব।
কারও চাকরি যাবে না, সুপ্রিম কোর্টে কেস চলছে। রাজ্য সরকার লড়ে যাবে। ওবিসি সার্টিফিকেট নিয়েও কারও ভয় নেই। সুপ্রিম কোর্টে সরকার গিয়েছে। সেখানেও সরকার লড়ছে। কারও ভয় পাওয়ার কিছু নেই। দাবি করলেন মমতা।
মমতা বলেন, ‘দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। আমরা দায়িত্বে আসার আগে দারিদ্রসীমার নীচে ছিলেন ৫৭.৬ শতাংশ মানুষ। আমাদের জমানায় ৪০ শতাংশ দারিদ্রসীমা কমিয়ে দিয়েছি।'
অন্যায় করলে আমি কাউকে ছাড়ি না। দলের লোককেও ছাড়ি না। লোভ করবেন না। তাহলেই কেউ ক্ষতি করতে পারবে না। কারও ক্ষতি নিজেরাও করবেন না। একুশের সভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাংলায় ৪০ শতাংশের বেশি মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডারে বহু মানুষ উপকৃত। আবাস যোজনার বাড়ি দেওয়া হবে। বিধবা ভাতাও পাচ্ছেন।
মঞ্চে উঠে বক্তব্য দিতে শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'অখিলেশ এসেছে বলে ধন্যবাদ। তবে মালদার মানুষ কেন আমাদের থেকে মুখ ফিরিয়েছে জনি না। উত্তরবঙ্গেও খারাপ ফলাফল হয়েছে। আশা করি আগামী দিনে ভালো ফলাফল হবে।'
বিজেপি-কে আক্রমণ অখিলেশে যাদবের। তিনি বলেন, ' দিল্লি্তে অতিথি সরকার চলছে। খুব তাড়াতাড়ি সরকার পড়ে যাবে। এই রাজ্যের মানুষ ও অন্য রাজ্যের মানুষ বর্তমান কেন্দ্রীয় সরকারকে উচিত শিক্ষা দেবে। আমি আশা করছি, এই রাজ্য়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে।'
মঞ্চে বক্তব্য দিতে উঠলেন অখিলেশ যাদব। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে আসেন। সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, আমি এখানে এসে অভিভূত। এখানে বিমানবন্দরে নামার পর থেকে দেখছি, লোকে লোকারণ্য। এখানকার মানুষ দিদি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কতটা ভালোবাসে তা দেখে সপষ্ট বোঝা যাচ্ছে।
মঞ্চে এলেন অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সঙ্গে করমর্দন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। মঞ্চে এলেন বিমান বন্দ্যোপাধ্যায়ও।
একুশের সভাস্থলে পৌঁছালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
সন্দেশখালিতে চিত্রনাট্য সাজিয়ে বাংলাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, টাকা দিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়েছে বিজেপি। তারপরও তারা জিততে পারেনি।
নিট কেলেঙ্কারি কাণ্ডে কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না, প্রশ্ন অভিষেকের। রাজ্যের টেট কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে অভিষেক জানান, পার্থ চট্টোপাধ্যায় যদি গ্রেফতার হয় তাহলে ধর্মেন্দ্র প্রধান কেন গ্রেফতার হবেন না ? বললেন অভিষেক।
অভিষেক: 'তথাকথিত এসএসসি কেলেঙ্কারিতে যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়, তাহলে ইডি কেন NEET কেলেঙ্কারিকে ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করবে না?'
যারা ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আবার যারা ভোট দেয়নি তাদের জন্যও কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস। এখানেই তৃণমূল আর বিজেপির ফারাক। বললেন অভিষেক।
২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। যে কাজ করবে সেই টিকিট পাবে। কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে কোনও সভা করিনি। আগামী তিনমাসে তার ফলাফল বুঝতে পারবেন। দলীয় কর্মীদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিজেপি-কে যোগ্য জবাব দিয়েছেন অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ভালো ফলের জন্য কংগ্রেসের নামও করলেন না অভিষেক।
এই জয়ের পরও আত্মতুষ্টির কোনও জায়গা নেই। জিতলেও বিনয়ী হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। তবেই আমাদের লক্ষ্য পূরণ হবে। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনে জয় সম্ভব হয়েছে এথ মানুষের ভালোবাসার জন্য। সভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এরপর এখান থেকে একুশে জুলাইয়ের সমাবেশে রওনা দেবেন তাঁরা।
একুশের মঞ্চে বক্তব্য রাখছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম: 'তৃণমূল কংগ্রেস এমনি-এমনি ক্ষমতায় আসেনি। তৃণমূল কংগ্রেস অনেক জীবন, অনেক লড়াই, অনেক রক্ত ঝরিয়ে, তবে ক্ষমতায় এসেছে। এই দল কোনও অভিলাষের বস্তু নয়। আমরা বিলাস করব, তার বস্তু নয়। এই দল নিজেকে জাহির করার বস্তু নয়। এই দল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দল।'