প্রতীকী চিত্র।উত্তরপ্রদেশে বাংলাদেশি সন্দেহ আটক করা হয়েছিল বাংলার কয়েকজন শ্রমিককে। যাঁদের আটক করা হয়, তাঁদের বাংলাদেশি হিসাবে আটক করা হয় বলে অভিযোগ। । যদিও উত্তরপ্রদেশে আটক বাংলার যুবকদের ফিরিয়ে আনা হয়েছে।
উত্তরপ্রদেশে আটক বাংলার বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছে মুর্শিদাবাদ পুলিশ।সোমবার মুর্শিদাবাদের বেলডাঙা পুলিশ কাছে খবর আসে, যে বেলডাঙায় কিছু পরিযায়ী শ্রমিককে আটকে রেখেছে উত্তরপ্রদেশের পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বেলডাঙা এলাকার দুই গাড়ি চালক-সহ ছয়জনকে বাংলাদেশি নাগরিক সন্দেহে দেওরিয়া জেলার লার থানা থেকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
বেলডাঙা থেকে কাজের উদ্দেশ্যে একটি বাসে করে উত্তরপ্রদেশে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই বাংলাদেশি সন্দেহে বাস-সহ তাঁদের আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,আটক ব্যক্তিরা হলেন, বদরউদ্দিন শেখ, সুরজ শেখ, মিতা শেখ, মুস্তাকিন শেখ, সাদিকুল ইসলাম,পিন্টু মণ্ডল।
বেলডাঙা পুলিশের কাছে এই তথ্য আসার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ পুলিশ দ্রুত তাঁদের প্রকৃত ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় যাচাই করে। তারপরেই মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়। যোগাযোগ করা হয় উত্তরপ্রদেশ পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে। মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং বেলডাঙা থানার উদ্যোগে সমস্ত তথ্য পাওয়ার পরে ৬ জনকেই ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
রিপোর্টার- সব্যসাচী ব্যানার্জি