রাজ্যে শিল্প-উন্নয়ন না হওয়ার অভিযোগ বিরোধী শিবিরের তরফে বারবার তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এই সময়ে পশ্চিমবঙ্গে নতুন শিল্প বা সংস্থা আকর্ষণ করতে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ বহুবার উঠেছে। এবার সেই অভিযোগের পক্ষে উঠে এল সরকারি তথ্যই।
সংসদে প্রশ্ন, কেন্দ্রের জবাব
রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে সংসদে প্রশ্ন তুলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কতগুলি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গিয়েছে? কোন রাজ্যে তারা গিয়েছে? কতগুলি সংস্থা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ছিল?'
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ৬,৬৮৮টি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে তাদের রেজিস্টার্ড অফিস সরিয়েছে। এর মধ্যে ১১০টি কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।
কোন বছরে কত কোম্পানি গেল?
২০১৫–১৬ অর্থবর্ষে: ৮৬৯টি কোম্পানি
২০১৬–১৭ অর্থবর্ষে: ৯১৮টি কোম্পানি
২০১৭–১৮ অর্থবর্ষে: ১,০২৭টি কোম্পানি
এছাড়াও পরবর্তী বছরগুলোতেও ধীরে ধীরে আরও শয়ে শয়ে সংস্থা বাংলা ছেড়েছে।
কোন রাজ্যে গেল এই কোম্পানিগুলি?
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী—
মহারাষ্ট্রে: ১,৩০৮টি
দিল্লিতে: ১,২৯৭টি
উত্তরপ্রদেশে: ৮৭৯টি
ছত্তিশগড়ে: ৫১১টি
গুজরাতে: ৪২৩টিরাজস্থানে: ৩৩৩টি
এছাড়াও অসম, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও তেলেঙ্গানার মতো রাজ্যে শতাধিক কোম্পানি গিয়ে উঠেছে।
অর্থনৈতিক মহলে প্রতিক্রিয়া
অর্থনীতিবিদদের একাংশের মত, শিল্প-বান্ধব নীতি এবং অবকাঠামোর অভাবেই এত সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে। বিরোধী শিবিরের দাবি, 'রাজ্যে শিল্পের জন্য জমি নেই, স্বচ্ছতা নেই, ফলে উদ্যোক্তারা ভিনরাজ্যে চলে যাচ্ছেন।'
তৃণমূল কংগ্রেসের তরফে এ নিয়ে এখনও সরাসরি প্রতিক্রিয়া মেলেনি। তবে শিল্পমহলে এই পরিসংখ্যান নিয়ে আলোড়ন শুরু হয়েছে। শিল্পের এই পরিসংখ্যান ভবিষ্যতে রাজ্যের রাজনীতিতেও যে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।