West Bengal Budget 2025: রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন ঘোষণা বাজেটেই? যা জানা যাচ্ছে...

West Bengal 7th Pay Commission: ১২ ফেব্রুয়ারি অর্থাত্‍ বুধবার বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে এটাই মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সম্ভবত, এই বাজেটেই DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার।

Advertisement
রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন ঘোষণা বাজেটেই? যা জানা যাচ্ছে...পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন ঘোষণার সম্ভাবনা
হাইলাইটস
  • দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের দাবি
  • চলতি বছরেই সপ্তম পে কমিশন গঠনের কথা
  • ২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তার সুপারিশ বাস্তবায়িত হওয়ার কথা। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও চলছে সেই ষষ্ঠ বেতন কমিশন (6th Pay Commission)। স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারি কর্মীদের মনে একটা ক্ষোভ রয়েছে। এখন প্রশ্ন উঠছে, কেন্দ্র যখন অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিল, তখন রাজ্য কবে অন্তত সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) দেবে?

দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের দাবি

১২ ফেব্রুয়ারি অর্থাত্‍ বুধবার বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে এটাই মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সম্ভবত, এই বাজেটেই DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) টাকা বাড়ানোর কথাও ঘোষণা করা হতে পারে বাজেটে। কিন্তু রাজ্যে দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের যে দাবি, তা এখনও পর্যন্ত অধরাই।  

চলতি বছরেই সপ্তম পে কমিশন গঠনের কথা

সাধারণত ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করে কেন্দ্র ও রাজ্য সরকার। জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি অনুযায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়। ২০১৫ সালে নভেম্বরে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন হয়েছিল। ওটাই শেষ। তারপর প্রায় ১০ বছর কাটতে চলল। তাই সরকারি কর্মীরা আশা করতেই পারেন, চলতি বছরেই সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। যদি তা ঘটে, তা হলে রাজ্য বাজেটেই ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত বছর রাজ্য বাজেটে অর্থাত্‍ ২০২৪ সালে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছিল সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত রয়েছে ৩৯ শতাংশ।

২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা

২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা হলেও ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তার সুপারিশ অনুমোদন করা হয়। আরও পরে তা বাস্তবায়িত হয়েছিল। তাই যদি বাজেটে সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণাও করে রাজ্য, সে ক্ষেত্রে তা বাস্তবায়িত হতেও সময় লাগবে। ততদিনে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন লাগু হয়েই যাবে।

Advertisement

POST A COMMENT
Advertisement