দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য! ভাঙড়ে চলল গুলি। সোমবার সন্ধ্যায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন ওই যুবক। ওই যুবকের নাম জাহির পুরকাইত।
জানা গিয়েছে, চন্দনেশ্বর থানার বনগ্রামে বাড়ি হলেও আক্রান্ত যুবক ভোজেরহাটের ভাটিপোতাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। সোমবার সন্ধ্যায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাইকের উপর বসেছিলেন। সেই সময় হঠাৎ পিছন থেকে একজন এসে গুলি চালান বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহির। আহত অবস্থায় তাঁকে কলকাতার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে জাহিরের।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, লেদার কমপ্লেক্স থেকে কাজ করে ভাটাপোতার ভাড়া বাড়িতে ফিরছিলেন জাহির। হঠাৎ উল্টোদিক থেকে একজন বাইক আরোহী এসে গুলি চালান। কে বা কারা গুলি চালিয়েছেন, তা স্পষ্ট নয়। তদন্তে নেমেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
সংবাদদাতাঃ প্রসেনজিৎ সাহা