মৃত যুবকদেহে একাধিক আঘাতের চিহ্ন, আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৪৮ বছরের এক যুবকের দেহ। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ায়। ৬৬ নম্বর কৈবর্ত পাড়ায় এক আবাসনে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার দেহ।
সূত্রের খবর সোমবার সকালে হাওড়া সালকিয়ার ওই আবাসনের ফ্ল্যাট থেকে প্রচন্ড চেঁচামেচি শুনতে পান প্রতিবেশীরা। কী হয়েছে দেখতে গিয়ে দরজায় টকা মারতেই সবটা শান্ত হয়ে যায়। এরপরেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারপরেই স্থানীয় মালিপাঁচঘড়া থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে ওই বন্ধ ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। একই সঙ্গে সেই মুহূর্তে ওই ফ্ল্যাটে উপস্থিত থাকা দুই যুবককে আটক করেন তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দেবব্রত পাল। তার বয়স ৪৮ বছর। পাঁচ বছর আগে মারা গিয়েছেন তার স্ত্রী। ওই ফ্ল্যাটে তিনি তাঁর বৃদ্ধ মা ও কন্যাকে নিয়ে থাকতেন। গতকাল রাতে মা ও মেয়ে ছিলেন না। মৃত দেবব্রত পালের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মৃত্যুর নির্দিষ্ট কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
কিছু মাস আগেই সমকামী বৃদ্ধের খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল সালকিয়ায়। অভিযোগ ছিল তাঁর নগ্ন ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন সঙ্গী। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থেকে গ্রেফতার হয় মূল অভিযুক্ত। তাকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিস। তদন্তে নেমে পুলিস জানতে পারে মাস চারেক আগে ফেসবুকের মাধ্যমে অসীম বাবুর সঙ্গে পরিচয় হয় ধৃত প্রসেনজিৎ চৌধুরী (৩১)র। পেশায় কাপড় বিক্রেতা প্রসেনজিৎ- মঙ্গলাহাট, গোবরডাঙা হাট সহ বিভিন্ন হাটে কাপড় বিক্রি করত। মাস চারেক আগে দুজনের মধ্যে আলাপের পর মাসখানেক আগে তারা দুজনেই সালকিয়ার বাঁধাঘাটে সাক্ষাৎ করে। এরপর দুজনের মধ্যে ভিডিয়ো কলে কথাবার্তা চলতে থাকে। এই ভিডিয়ো কল চলাকালীন অসীম প্রসেনজিতের বেশ কিছু আপত্তিকর ছবি তুলে রাখেন। এরপরেই চলে ব্ল্যাকমেল। সব মিলিয়ে একের পর খুনের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।