Man Attacked in Canning: আবার গণপিটুনি? স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, সন্দেহে ক্যানিংয়ে যুবককে মারধর

ফের মারধরের ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। এক স্কুলছাত্রীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে এক বাইক চালকের বিরুদ্ধে। ওই বাইক চালককে পাকড়াও করে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

Advertisement
আবার গণপিটুনি? স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, সন্দেহে ক্যানিংয়ে যুবককে মারধরপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • ফের মারধরের ঘটনা ঘটল রাজ্যে।
  • এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং।
  • যুবককে মারধর করার অভিযোগ উঠেছে।

ফের মারধরের ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। এক স্কুলছাত্রীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে এক বাইক চালকের বিরুদ্ধে। ওই বাইক চালককে পাকড়াও করে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকার ঘটনা। জানা গিয়েছে, সোমবার দুপুরে ক্যানিংয়ের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী একা বাড়ি ফিরছিল। সেই সময় তার রাস্তা আটকায় এক বাইক চালক। ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেবেন বলে জোরাজুরি করেন ওই চালক। সেই সময়ই স্থানীয়রা বিষয়টি দেখে হস্তক্ষেপ করেন। যুবকের কথায় অসঙ্গতি মেলায় তাঁকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। 

তবে অভিযুক্ত যুবকের দাবি, ছাত্রীই বাইকে করে কিছুটা রাস্তা এগিয়ে নিয়ে যেতে বলেছিল। সোমবার রাতে এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। 

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। 

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এসেছে।উত্তর দিনাজপুরের চোপড়ার দিগলগাঁও এলাকায় এক যুবক এবং যুবতীকে কঞ্চি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ঘটনার মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে গ্রেফতার করা হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনার ছায়া এবার জলপাইগুড়িতে। সালিশি সভায় স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল ফুলবাড়িতে। ঘটনার পর অপমানে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।কলকাতার বউবাজার এলাকায় একটি ছাত্রাবাসে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মোবাইল চোর সন্দেহে ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। আড়িয়াদহেও গণপিটুনির ঘটনা ঘটেছে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement