Aadhaar Cards: ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশের আধার কার্ড, SIR আবহে সল্টলেকে চাঞ্চল্য

সল্টলেকের ডিএ-ব্লক ও সিএ-ব্লকের মাঝের একটি মাঠ। সবুজ ঘাস, মনোরম পরিবেশ। আর পাঁচদিনের মতোই সকালে হাঁটতে বেরিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু রবিবার সকালে এমনই এক দৃশ্য দেখলেন তাঁরা, যে মর্নিং ওয়াক রীতিমতো মাথায় উঠল।

Advertisement
ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশের আধার কার্ড, SIR আবহে সল্টলেকে চাঞ্চল্যছবিটি প্রতীকী।
হাইলাইটস
  • রাস্তার ধারে, ফুটপাথের উপর ছড়িয়ে ছিটিয়ে একাধিক আধার কার্ড। কো
  • মাঝরাস্তায় কে বা কারা এত আধার কার্ড ছড়িয়ে গেল?
  • SIR আবহে এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা  তুঙ্গে ওঠে।

সল্টলেকের ডিএ-ব্লক ও সিএ-ব্লকের মাঝের একটি মাঠ। সবুজ ঘাস, শান্ত-মনোরম পরিবেশ। আর পাঁচদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু রবিবার সকালে এমনই এক দৃশ্য দেখলেন তাঁরা, যে মর্নিং ওয়াক মাথায় উঠল! রাস্তার ধারে, ফুটপাথের উপর ছড়িয়ে ছিটিয়ে একাধিক আধার কার্ড। কোনওটার ঠিকানা মধ্যপ্রদেশ, কোনওটার আবার উত্তরপ্রদেশের। মাঝরাস্তায় কে বা কারা এত আধার কার্ড ছড়িয়ে গেল? SIR আবহে এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে ওঠে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হল বিধাননগর উত্তর থানায়। ঘটনাস্থলে এসে তাজ্জব পুলিশও। 

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানালেন, 'ফুটপাথে প্রায় পাঁচ-ছয়টি আধার কার্ড পাওয়া গিয়েছে।  এসব কার্ড কেন এখানে ফেলা হয়েছিল তা স্পষ্ট নয়।'

তদন্তকারীদের মতে, এর পিছনে পরিচয় চুরি(Identity Theft) বা অবৈধভাবে তথ্যের অপব্যবহারের সম্ভাবনা প্রবল। আধার কার্ড নষ্ট করা বা ফেলে দেওয়ার পিছনে সাইবার অপরাধীদেরও হাত থাকতে পারে, ধারণা পুলিশের।

আধিকারিকরা জানালেন, আপাতত কার্ডের মালিকদের খুঁজে বের করাই মূল লক্ষ্য। তাতে হয় তো বিষয়টি কিছুটা জানা যেতে পারে। এর পাশাপাশি স্থানীয়দেরও সতর্ক থাকার আর্জি জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। আশেপাশের রাস্তাঘাটেও কোথায় এমন কার্ড বা পরিচয়পত্র দেখলেই সরাসরি সংশ্লিষ্ট থানা বা হেল্পলাইনে জানানোর সুপারিশ করছেন পুলিশ আধিকারিকরা।

বিধাননগর উত্তর থানার ওসি-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। ফুটপাথের ওই স্থানটি সঙ্গে সঙ্গে ঘিরেও দেয় পুলিশ। এই গোটা বিষয়টির পিছনে কে বা কারা রয়েছেন, সেটাই জানার চেষ্টা করছেন আধিকারিকরা।

POST A COMMENT
Advertisement