অভিষেক বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবিরাজ্যজুড়ে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন মানুষ, এমনটাই দাবি শাসকদল তৃণমূলের। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস বিশেষ উদ্যোগ নিয়েছে। রাজ্যে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, পাশাপাশি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। একের পর এক আত্মহত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ কমিটি গড়েছেন।
এই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতারা মৃতদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন। এবং তাঁদের সাহায্য করবেন। দলের সদস্যরা রাজ্যের বিভিন্ন স্থানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। এবং তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেবেন।
শনিবার প্রথম দিনে দলের নেতারা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বিভিন্ন স্থানে পৌঁছেছেন। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং লোকসভার সাংসদ পার্থ ভৌমিক বিকেলে প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন। টিটাগড়ে বিকেল ৪টায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
ডানকুনিতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা। হুগলিতে যাবেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী ও চেয়ারপার্সন জয়া দত্ত এবং স্থানীয় নেতারা। উলুবেড়িয়ায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত থাকবেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী ও অন্যান্য স্থানীয় নেতারা।
তৃণমূলের এই উদ্যোগে আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি দলের মানবিক সহমর্মিতা প্রকাশ পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের নেতারা তাদের পাশে দাঁড়িয়ে সকল প্রকার সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।