Abhishek Banerjee gym selfie: শনিবার ইনস্টাগ্রামে নিজের এক জিম সেলফি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। সাদা ভেস্ট, শর্টস, হাতে জিম গ্লাভস, একেবারে ভিন্ন লুকে ধরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ।
এরপর সোমবার দলের পুরুলিয়ার সাংগ ঠনিক বৈঠকে যোগ দেন অভিষেক। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানেই বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো বিশেষ উপহার দেন অভিষেককে। তাঁর ভাইরাল হওয়া সেই জিম সেলফি বাঁধিয়ে তুলে দেন হাতে। উপহার পেয়ে হাসিমুখে গ্রহণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মিটিং রুমের বাইরে দাঁড়ানো কর্মীদের হাতেও ঘুরছিল সেই ছবি। অনেকের ফোনেই দেখা যাচ্ছিল ভাইরাল সেলফি। তৃণমূল কর্মীদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরচর্চার ছবি দেখে তাঁরা নতুন করে অনুপ্রাণিত হয়েছেন। কেউ কেউ ইতিমধ্যেই জিমে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কর্মীরা বলছেন, 'আমরা জানতাম অভিষেকদা ওজন কমিয়েছেন। কিন্তু শার্ট বা টিশার্টের আড়ালে যে এমন পেশিবহুল শরীর লুকিয়ে আছে, তা আন্দাজই করতে পারিনি।' তাঁদের মতে, অভিষেকের মতো ব্যস্ত মানুষ যদি শরীরচর্চার সময় বের করতে পারেন, তবে সাধারণ মানুষের অজুহাত দেওয়ার জায়গা নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ফিটনেস সচেতন। নিয়মিত হাঁটা, ফ্রি হ্যান্ড ব্যায়াম, সব কিছুই তাঁর রুটিনের অংশ। বিদেশ সফরেও তিনি ব্যায়াম বাদ দেন না। ফলে দলের শীর্ষ নেতৃত্বের ফিটনেস সচেতনতা কর্মীদেরও প্রভাবিত করছে।
বিশেষজ্ঞদের মতে, অভিষেকের শরীরের বৈশিষ্ট্য ‘লিন মাসেল’। অর্থাৎ, বাইরে থেকে ছিপছিপে মনে হলেও জামা খুললেই বোঝা যায় পেটানো, শক্তিশালী পেশি। দলের কর্মীদের অনেকেরই এখন টার্গেট, দলের নেতার মতোই ফিটনেস সচেতন হওয়া।