scorecardresearch
 

Abhishek Banerjee : নাম না করে জিতেন্দ্রকে 'কয়লা চোর' বলে আক্রমণ অভিষেক, পাল্টা জবাব

এদিন নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে 'কয়লা চোর' বলেও নিশানা করেন তৃণমূলের এই শীর্ষ নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিধানসভা ভোটে ইডি সিবিআই দিয়ে দমিয়ে রাখতে চাইল। সবচেয়ে বড় কয়লা চোর এই পাণ্ডবেশ্বরে মাটিতে যে ছিল প্রাক্তন বিধায়ক। আপনারা প্রাক্তন বিধায়ক করে দিয়েছেন। আজীবনের জন্য প্রাক্তন হয়ে গেছে। সবচেয়ে বড় কয়লা চোরটাকে নিয়ে দলে প্রার্থী করল। ভারতীয় জনতা পার্টি নাকি কয়লা চুরির তদন্ত করবে'। 

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জিতেন্দ্র তিওয়ারি (বামদিক থেকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জিতেন্দ্র তিওয়ারি (বামদিক থেকে)
হাইলাইটস
  • জিতেন্দ্রকে আক্রমণ অভিষেকের
  • পাল্টা দিলেন বিজেপি নেতা
  • জেনে নিন কী হল

'২০২১-এ বিজেপি হেরে যাওয়ার পরে একে ওকে ধরে বহুবার দরবার করেছিল দলে ফেরার জন্য। কিন্তু দলের সঙ্গে যে বেইমানি করে তাঁকে দলে নেওয়া হবে না। বেইমানকে আমরা দলে নিইনি। বেনো জলে অনেকেই আসে কিন্তু তাঁদের এবার বিদায় দেওয়া হবে। বেইমানি করলে দলে নেওয়া হবে না', নাম  না করে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে এই ভাষাতেই আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

এদিন নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে 'কয়লা চোর' বলেও নিশানা করেন তৃণমূলের এই শীর্ষ নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিধানসভা ভোটে ইডি সিবিআই দিয়ে দমিয়ে রাখতে চাইল। সবচেয়ে বড় কয়লা চোর এই পাণ্ডবেশ্বরে মাটিতে যে ছিল প্রাক্তন বিধায়ক। আপনারা প্রাক্তন বিধায়ক করে দিয়েছেন। আজীবনের জন্য প্রাক্তন হয়ে গেছে। সবচেয়ে বড় কয়লা চোরটাকে নিয়ে দলে প্রার্থী করল। ভারতীয় জনতা পার্টি নাকি কয়লা চুরির তদন্ত করবে'। 

এদিন কয়লা মাফিয়া জয়দেব খাঁ-র নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে বসে কফি খাচ্ছেন, এক হোটেলে বসে ছবি তুলছেন। সবচেয়ে বড় চোরগুলোকে দলে নিয়েছিল। এই যে রাজু ঝা ২০২১ সালে কোন দলে যোগ দিয়েছিল'? অভিষেক আরও বলেন, 'চুরি করলে জেলে যায়, কিন্তু বড় চোরেরা চুরি করে বিজেপিতে যায়। বিজেপিতে গেলে সাত খুন মাফ'। এরপরেই তিনি বলেন, 'দল আমার কাছে মায়ের মতো। এই দলের সঙ্গে যদি কেউ বেইমানি করে তবে তাঁকে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে'।

এদিকে তাঁকে কয়লা চোর বলার জবাবে জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'সৎ সাহস থাকলে নাম করে বলুন। প্রাক্তন বিধায়ক বলতে তো অনেককেই বোঝায়। সিপিএমের অনেক প্রাক্তন বিধায়ক আছেন। কংগ্রেসের অনেক প্রাক্তন বিধায়ক আছেন। আমাকে নিয়ে ওঁর বিশেষ ভাবনার কিছু নেই। বিভিন্ন গ্রামে গেলে কেন ওনার দলের বিধায়কদের চোর চোর স্লোগান শুনতে হচ্ছে? সেটা নিয়ে চিন্তা করুন'। 

Advertisement

আরও পড়ুন - গ্রিন টি খাওয়ার সময় এই ৫ ভুল কখনও করবেন না, উপকারের বদলে হবে ক্ষতি

 

Advertisement