পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে নিজের ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, 'এখন আর প্রতীকি হুমকির সময় নয়, পাকিস্তানকে তার ভাষায় জবাব দিতে হবে। সময় এসেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) পুনরুদ্ধার করার।'
২২ এপ্রিল দুপুরে কেঁপে ওঠে পহেলগাঁওর বৈসরন উপত্যকা। জঙ্গি হামলায় প্রাণ হারান ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার তিন পর্যটকও। প্রথম থেকেই রাজ্য প্রশাসন নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
Over the past few days, I have been closely following the conduct of the mainstream media and those at the helm of Union Govt. Instead of deeply investigating the lapses that led to this unprecedented terror attack in PAHALGAM, they seem more focused on pushing a narrative that…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 27, 2025
এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যম ও কেন্দ্রীয় নেতাদের ভূমিকা দেখছি। এই নজিরবিহীন হামলার ত্রুটি খতিয়ে না দেখে তাঁরা নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে প্রচারে ব্যস্ত। সংকীর্ণ রাজনীতি নয়, এখন দরকার কার্যকর প্রতিক্রিয়া।'
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রীও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তায় তিনি লেখেন, 'পরিবারগুলিকে শান্তনা দেওয়ার ভাষা নেই। রাজ্য সরকার সর্বদা বাংলার পর্যটকদের পাশে রয়েছে।'
কাশ্মীর জুড়ে এই জঘন্য হামলার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রাও। পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ করছেন বহু মানুষ। সেনা ও স্থানীয় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। পহেলগাঁওর মর্মান্তিক ঘটনার পর গোটা দেশজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। রাজনৈতিক মহলে উত্তাল হয়েছে প্রশ্ন — আদৌ কি সঠিক পদক্ষেপ নেওয়া হবে?