Abhishek Banerjee: 'মোদীও তো রামনবমীর আগে রামমন্দিরের...', মহালয়ার আগে মমতার পুজো উদ্বোধন নিয়ে যুক্তি অভিষেকের

মুখ্যমন্ত্রী মহালয়ার আগে পুজো মণ্ডপ উদ্বোধন করলে দোষ? তাহলে প্রধানমন্ত্রী রামনবমীর আগেই মন্দির উদ্বোধন করলেন কেন? প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
'মোদীও তো রামনবমীর আগে রামমন্দিরের...', মহালয়ার আগে মমতার পুজো উদ্বোধন নিয়ে যুক্তি অভিষেকেরমহালয়ার আগের উদ্বোধনে মমতাকে নিশানা, 'প্রধানমন্ত্রীও তো রামনবমীর তিন মাস আগে,' তোপ অভিষেকের
হাইলাইটস
  • সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক।
  • তিনি বলেন, 'নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল, আর জানুয়ারি মাসে কেন রামমন্দির উদ্বোধন করলেন?'
  • অভিষেকের বক্তব্য, এপ্রিলে রামনবমী ছিল।

মুখ্যমন্ত্রী মহালয়ার আগে পুজো মণ্ডপ উদ্বোধন করলে দোষ? তাহলে প্রধানমন্ত্রী রামনবমীর আগেই মন্দির উদ্বোধন করলেন কেন? প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেই সময়ই এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধি তাঁর কাছে জানতে চান, 'মুখ্যমন্ত্রী মহালয়ার আগে পুজো উদ্বোধন করছেন, তাই নিয়ে সমালোচনা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলছেন এটা শাস্ত্রমতে হচ্ছে না, এই নিয়ে কী বলবেন?'

জবাবে অভিষেক বলেন, 'খুব ভাল প্রশ্ন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগে পুজো উদ্বোধন করছেন। উনি নাকি রীতিনীতি মেনে করছেন না... এই তো বক্তব্য? তাহলে আপনি গিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা প্রশ্ন করছেন না কেন, যে নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল, আর জানুয়ারি মাসে কেন রামমন্দির উদ্বোধন করলেন?'

অভিষেকের প্রশ্ন, 'সেটা কি দ্বিচারিতা না? সেটা কি হিন্দু রীতির পরিপন্থী? না মেনে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো একদিন আগে করেছেন, নরেন্দ্র মোদী ৩ মাস আগে করেছেন। ক্ষমতা আছে প্রশ্ন করার?'

অভিষেকের বক্তব্য, এপ্রিলে রামনবমী ছিল। কিন্তু তার আগেই ভোটের বাজারে জানুয়ারি মাসেই রামমন্দির উদ্বোধনের ব্যবস্থা করা হয়। তিনি বলেন, '৩ মাসের ব্যবধানে যিনি রামমন্দির উদ্বোধন করেন, তাঁর থেকে বড় হিপোক্রিট কে? এটা আমি বলছি না, শুভেন্দু অধিকারীর কথা মতোই বলছি। তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে হিন্দু বিরোধী নরেন্দ্র মোদী। তার ব্যাখ্যা দিন। তারপর আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করবেন।'

উল্লেখ্য, মহালয়ার আগের দিন থেকে দুর্গাপুজো উদ্বোধনকে কেন্দ্র করে বিরোধীরা সরব হয়েছেন। তবে মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন, মণ্ডপসজ্জার উদ্বোধন করছেন, পুজো শুরু করছেন না। তাই সেক্ষেত্রে সমস্যা নেই।  

POST A COMMENT
Advertisement