Abhishek Banerjee on Bangaldesh: 'নিন্দনীয় ঘটনা...' বাংলাদেশ ইস্যুতে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে অশান্ত বাংলাদেশ। এই ঘটনায় কড়া বিবৃতি দিয়েছে ভারত সরকার। চিন্ময়ের গ্রেফতারের ঘটনায় কেন্দ্রীয় সরকারের অবস্থানকে সমর্থন তৃণমূলের। বুধবার এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন অভিষেক। 

Advertisement
'নিন্দনীয় ঘটনা...' বাংলাদেশ ইস্যুতে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেকঅভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে অশান্ত বাংলাদেশ।
  • চিন্ময়ের গ্রেফতারের ঘটনায় কেন্দ্রীয় সরকারের অবস্থানকে সমর্থন তৃণমূলের।
  • এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন অভিষেক। 

হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে অশান্ত বাংলাদেশ। এই ঘটনায় কড়া বিবৃতি দিয়েছে ভারত সরকার। চিন্ময়ের গ্রেফতারের ঘটনায় কেন্দ্রীয় সরকারের অবস্থানকে সমর্থন তৃণমূলের। বুধবার এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন অভিষেক। 

কী বলেছেন অভিষেক?

অভিষেক বলেন, 'বাংলাদেশ রাজ্যের বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়। যে কোনও আন্তর্জাতিক বিষয়ে যে অবস্থান কেন্দ্র সরকার নেবে, সেটাকে দেশের স্বার্থে দলগত ভাবে সমর্থন করবে তৃণমূল।' এরপরেই অভিষেক বলেন, 'যে ঘটনা ঘটেছে, তা একেবারে সমর্থনযোগ্য নয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।'

চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে এ রাজ্যে সরব হয়েছে বিজেপি। বুধবার রবীন্দ্র সদন থেকে বাংলাদেশে ডেপুটি হাই কমিশনের দফতর পর্যন্ত মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারীরা। চিন্ময়কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি। 

প্রসঙ্গত, সোমবার ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসীকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছিলেন সে দেশের হিন্দুদের একাংশ। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, যাতে হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষা সুনিশ্চিত করা হয়।' হিন্দুদের মতপ্রকাশের স্বাধীনতার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি।

হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। অবিলম্বে চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানিয়েছে ইসকন।


 

POST A COMMENT
Advertisement