Abhishek Banerjee: '২টো লোকের নাম বাদ দিয়ে দেখাক', কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেকের

ভোটার তালিকার 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) নিয়ে ফের একবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দু'কোটি বাদ দেওয়া তো দূরের কথা, দু’জনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল।'

Advertisement
'২টো লোকের নাম বাদ দিয়ে দেখাক', কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেকের২৬ সালে কি তিনিই মুখ্যমন্ত্রী? সব স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ভোটার তালিকার 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) নিয়ে ফের একবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দু'কোটি বাদ দেওয়া তো দূরের কথা, দু’জনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল।'

ভোটার তালিকার 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) নিয়ে ফের একবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দু'কোটি বাদ দেওয়া তো দূরের কথা, দু’জনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল।'

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ
SIR প্রসঙ্গে অভিষেক বলেন, 'নির্বাচন কমিশন আসলে সাইলেন্ট ইনভিসিবল রিগিং শুরু করেছে বিজেপির হয়ে। যারা সরকারের বিরুদ্ধাচরণ করে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। বাংলায় এসব করে কিছু হয়নি, বিহারেও হবে না। ২০২১ থেকে বাংলার সঙ্গে বিমাতাসুলভ আচরণ চলছে। আগে টাকা আটকে দিয়েছে, এখন ভোটাধিকার কেড়ে নিতে চাইছে।'

বিজেপিকে তীব্র আক্রমণ
তিনি বলেন, 'বিজেপি নেতারা আগেভাগেই বলে দিচ্ছেন বাংলায় দুই কোটির নাম কাটা যাবে। কোনও SIR না হওয়া সত্ত্বেও! প্রধানমন্ত্রী ৯০ মিনিটের ভাষণে ২০০ বার নিজের নাম নিয়েছেন, কিন্তু ২০১৯ সালের পর কী করেছেন তা বলেননি।'

জঙ্গি হামলা ও আন্তর্জাতিক রাজনীতি নিয়েও তোপ
পহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে অভিষেক প্রশ্ন তোলেন, 'জম্মু-কাশ্মীর বর্ডার কার হাতে? বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশ হলে তার দায় কে নেবে?' পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ভারত সরকারের নিশ্চুপ অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কটাক্ষ, 'আগে অন্তত রিমোট কন্ট্রোল দিল্লিতে ছিল, এখন ভারতের রিমোট কন্ট্রোল ওয়াশিংটনে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী কেউই ট্রাম্পের মন্তব্য খণ্ডন করেননি। এটাই প্রমাণ করে সরকার কতটা দুর্বল। এটি মজবুত নয়, মজবুর সরকার।'

জনতার ভোটাধিকার নিয়ে আশঙ্কা
শেষে অভিষেক বলেন, 'মানুষ জানে বিজেপি দুর্নীতিগ্রস্ত। তারা ভোট দিলে বিজেপি হারবেই। তাই এখন ভোটারদের নাম কাটার চেষ্টা করছে। SIR এর মাধ্যমে ভোটাধিকার হরণ করছে। বাংলার মানুষ এ বারও এর যোগ্য জবাব দেবেন।'

 

POST A COMMENT
Advertisement