
২০২৬ এর বিধানসভা ভোটের স্লোগান বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'মানবে না হার, আবার তৃণমূল সরকার'। ২০২৬ এর বিধানসভা ভোটের স্লোগান বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রায় ১৫ হাজার নেতা-কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেন। এদিনই নির্বাচনের গেমপ্ল্যান ছকে দেন। পাশাপাশি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তীব্র তোপ দাগেন। সম্প্রতি বাংলায় জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। খারাপ আবহাওয়ার কারণে বাংলায় জনসভা না করে অনলাইনে ভাষণ দেন। বলেন, ‘বাঁচতে চাই, বিজেপি তাই।’ এই চার শব্দকেই এদিন নিশানা করেন অভিষেক। তাঁর ব্যাখ্যা, এই স্লোগান নিছক রাজনৈতিক বক্তব্য নয়। বরং এর মধ্যে ভয় দেখানোর বার্তা রয়েছে। অভিষেকের দাবি, 'বাঁচতে চাই মানে বিজেপিতে যোগ দাও, নাহলে রেহাই নেই, এমন ইঙ্গিতই দেওয়া হচ্ছে।' সেই জায়গা থেকেই পাল্টা স্লোগান দিলেন, 'বাঁচতে চাই, বিজেপি বাই।'

অভিষেকের কথায়, '২০২৯-এর ভিত গড়ে উঠবে ২০২৬-এ।' অর্থাৎ রাজ্যের লড়াইয়ের ফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে; এই বার্তাই দিলেন। লক্ষ্যপূরণে আগামী ৪৫ দিনের জন্য একগুচ্ছ সংগঠনিক কর্মসূচিও ঘোষণা করলেন। ‘বাংলার সমর্থনের সংযোগ’ এবং ‘উন্নয়নের সংলাপ’, দুই কর্মসূচির মাধ্যমে বুথস্তরে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন অভিষেক। পাশাপাশি ‘পাড়ার সংলাপ’ কর্মসূচির নির্দেশ দেন। এর মাধ্যমে সরকারের বিভিন্ন কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
অভিষেকের বক্তব্যে এদিন বারবার ‘উন্নয়নের পাঁচালি’ ঘুরে ফিরে এসেছে। তাঁর দাবি, সাড়ে চোদ্দ বছরে রাজ্য সরকার যে যে উন্নয়ন করেছে, তার বিস্তারিত হিসাব মানুষকে জানাতে হবে। অভিষেকের কথায়, 'দেশে ক্ষমতায় থেকেও নিয়মিত নিজের কাজের হিসেব দেয় এমন দল একটাই; তৃণমূল।'
একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও ফের তুলে ধরেন। তাঁর দাবি, রাজ্যের প্রাপ্য প্রায় দু’লক্ষ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। তবু সেই বঞ্চনাকে অতিক্রম করেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারা বজায় রেখেছেন। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, 'গতবারের কাজের রিপোর্ট কার্ডটুকুও বিজেপি আজ পর্যন্ত প্রকাশ করতে পারেনি।'
বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। তিনি বলেন, 'জন্ম থেকে বার্ধক্য; সাধারণ মানুষের জীবনের প্রতিটি ধাপে রাজ্য সরকারের প্রকল্প কী ভাবে কাজ করছে, তা বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে।'
সব মিলিয়ে, ভার্চুয়াল বৈঠকে কার্যত তৃণমূলের ছাব্বিশের সুর বেঁধে দিলেন অভিষেক। তৃণমূলের এই রণনীতি ভোটের ময়দানে কতটা ফলপ্রসূ হবে? তার উত্তর সময়ই দেবে।