scorecardresearch
 

Abhishek Banerjee : 'আমার মোবাইল ফোন ট্যাপ করা হয়েছে', অভিযোগ অভিষেকের

শনিবার কোচবিহারে গিয়ে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু পরিবারের পাশে থাকা নয়, প্রেমকুমারকে কেন খুন করা হল তার জবাব সাংসদ নিশীথ প্রামাণিককে দিতে হবে বলেও দাবি জানান তিনি। আর এবার সরাসরি নিশীথ প্রামাণিকর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। আগামী ১৯ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংসদ নিশীথ প্রামাণি়কের বাড়ি ঘেরাও এবং অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান অভিষেক। 

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বিজেপিকে ফের নিশানা অভিষেকের
  • মোবাইল ট্যাপ হচ্ছে বলে দাবি
  • নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি

"আমার মোবাইল ফোন ট্যাপ করা হয়েছে। সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে। সেজন্য এখন এটা আটকে রয়েছে। পেগাসাস করেছে। কিন্তু, পেগাসাস, ইডি, সিবিআই করেও তৃণমূলকে আটকাতে পারছে না ওরা", রবিবার বিমানবন্দরে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আগামী রবিবার কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়িও ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এর আগে শনিবার কোচবিহারে গিয়ে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু পরিবারের পাশে থাকা নয়, প্রেমকুমারকে কেন খুন করা হল তার জবাব সাংসদ নিশীথ প্রামাণিককে দিতে হবে বলেও দাবি জানান তিনি। আর এবার সরাসরি নিশীথ প্রামাণিকর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। আগামী ১৯ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংসদ নিশীথ প্রামাণি়কের বাড়ি ঘেরাও এবং অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান অভিষেক। 

অন্যদিকে এদিন দুর্নীতি ইস্যুতেও বিজেপি একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "পথ চলতে গিয়ে ভুল হয়। কিন্তু, আমরা ব্যবস্থা নিই। আমাদের দলে যাঁরা দুর্নীতি করেছেন,আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা করছি। পঞ্চায়েত প্রধানদের বরখাস্ত করেছি। পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছি। বিজেপির ক্ষমতা থাকলে বিজেপিও তাদের দলের দুর্নীতিগ্রস্তদের দল থেকে বরখাস্ত করুক। পঞ্চায়েত প্রধানকে অপসারণ করুক"। অভিষেক আরও বলেন, "একুশে বিজেপি জবাব পেয়েছে। ২০২৪, ২০২৬ এবং ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল জয়ী হবে"।  

এদিকে রাজ্যে এসে এদিন তৃণমূলকে একহাত নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দুর্নীতি থেকে নারী নির্যাতন বিভিন্ন ইস্যুতে শাসকদল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। রীতিমতো বাংলায় নাড্ডা বলেন,"ও দিদি আপনার নাম তো মমতা, আপনি কবে থেকে নির্মমতা হয়ে গেলেন? শেষ হবে, শেষ হবে হিংসার খেলা শেষ হবে, শেষ হবে শেষ হবে কাটমানির খেলা শেষ হবে, শেষ হবে শেষ হবে সিন্ডিকেটের খেলা শেষ হবে, শেষ হবে শেষ হবে TMC-র খেলা শেষ হবে।" 

Advertisement

আরও পড়ুন - ৩ দিনের কুম্ভমেলা শুরু ত্রিবেণীতে, পুণ্যস্নানের সময় কখন?

 

Advertisement