scorecardresearch
 

প্রায় ৩ হাজার সুপারভাইজার নিয়োগ করছে রাজ্য, প্রকাশিত মেরিট লিস্ট

বছরের শুরুর দিকেই বড় খবর! রাজ্যে প্রচুর নিয়োগের সম্ভবনা তৈরি হল। শুক্রবার পাবলিক সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ করেছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের অধীনস্থ আই সি ডি এস সুপারভাইজারের মোট ২৯৩১টি নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। ২০১৯ সালে আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন।

Advertisement
মেধাতালিকা প্রকাশিত। মেধাতালিকা প্রকাশিত।
হাইলাইটস
  • বছরের শুরুর দিকেই বড় খবর! রাজ্যে প্রচুর নিয়োগের সম্ভবনা তৈরি হল।
  • শুক্রবার পাবলিক সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ করেছে।

বছরের শুরুর দিকেই বড় খবর! রাজ্যে প্রচুর নিয়োগের সম্ভবনা তৈরি হল। শুক্রবার পাবলিক সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ করেছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের অধীনস্থ আই সি ডি এস সুপারভাইজারের মোট ২৯৩১টি নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। ২০১৯ সালে আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন।

২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০২১ সালে নেওয়া হয় লিখিত পরীক্ষা। গত বছর হয় ইন্টারভিউ। মোট তিনটি পর্বে মূল্যায়ন করা হয় এই প্রার্থীদের। এদিন কমিশনের তরফে ২৯৩১ জন চাকরি প্রার্থীর সুপারিশ পত্র জারি করা হল। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই পদগুলিতে নিয়োগের দাবি নিয়ে আন্দোলন চলছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ওই নিয়োগে গতি আনতে বলেই সূত্রের খবর। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মিসলেনিয়াস ২০১৯-এর নিয়োগের মেধা তালিকাও প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। যেখানে রাজ্যের বিভিন্ন দফতরের ৪৮২ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার মেধা তালিকা দেয় কমিশন। wbcs ২০২০-র মেধা তালিকার গ্রুপে এ ৭৭ জন, গ্রুপ বি-তে ২৪ জন চাকরি পেয়েছেন।

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অধীনে যাদের নিয়োগ করা হবে। নিয়োগের পর বেতন হবে ৫৬,১০০টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা। ওই ক্ষেত্রে মোট ১৫৮টি শূন্যপদ রয়েছে। এবার প্রায় ৩ হাজারটি সরকারি চাকরি দিল পাবলিক সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর নিয়োগের মেধাতালিকা প্রকাশেও তৎপর হচ্ছে কমিশন। রাজ্যে সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই সরকারি কর্মসংস্থানে জোর দিতে চায় সরকার।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটটি দেখুন— https://wbpsc.gov.in
 

আরও পড়ুন-India Post GDS Recruitment 2023: মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক পদে ৪০ হাজার চাকরি, কীভাবে আবেদন?

Advertisement

 

TAGS:
Advertisement