scorecardresearch
 

Weather Update: রাজ্যে বর্ষণ আরও বাড়বে, সঙ্গে শিলাবৃষ্টিও; ফেব্রুয়ারিতে কেমন থাকবে তাপমাত্রা?

বাংলার আকাশে আবার মেঘের আনাগোনা হয়েছে। বুধবার বিক্ষিপ্ত ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

Advertisement
বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।
হাইলাইটস
  • বুধবার বিক্ষিপ্ত ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে।
  • আগামী ২ দিন কলকাতা-সহ রাজ্যের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • কাল, পরশু উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে।

ফেব্রুয়ারি শুরুর আগেই কলকাতা-সহ রাজ্যে লাফিয়ে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। নিমেষে উধাও হয়ে গিয়েছে কনকনে ঠান্ডা। সেইসঙ্গে বাংলার আকাশে আবার মেঘের আনাগোনা হয়েছে। বুধবার বিক্ষিপ্ত ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। অন্য দিকে, মৌসম ভবন জানিয়েছে, ফেব্রুয়ারিতে দেশের একাংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। আলিপুরের পূর্বাভাস, আপাতত সর্বনিম্ন তাপমাত্রা কমবে না। তবে বৃষ্টি কমলে তাপমাত্রা কমবে। শীত ভাব থাকবে তবে কনকনে ঠান্ডা আর ফিরবে কিনা, তা স্পষ্ট নয়। 

বৃষ্টি কত দিন চলবে?

বুধবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিন কলকাতা-সহ রাজ্যের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কাল, পরশু উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। কালিম্পঙের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন

ফের কি শীত ফিরবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখনই কমবে না। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে না। দিনের তাপমাত্রা কম থাকবে। তবে বৃষ্টি কমলে তাপমাত্রা কমবে। শীত ভাব থাকবে তবে কনকনে ঠান্ডা আর ফিরবে কিনা, তা স্পষ্ট নয়। 

ফেব্রুয়ারিতে কেমন থাকবে আবহাওয়া?

মৌসম ভবন জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে মধ্য এবং উত্তর ভারতের একাংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকতে পারে। অর্থাৎ, গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড গড়েছিল। গত বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১২-১৩ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ১ ফেব্রুয়ারি কাশ্মীর, হিমাচলপ্রদেশে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

Advertisement


কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার একলাফে অনেকটা পারদ চড়ল শহরে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকালও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৫৯ শতাংশ। আপাতত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
 

Advertisement