Rain Monsoon Weather: আগামী ২ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস, বর্ষা নিয়ে বড় আপডেট IMD-র

এ বছর লম্বা ইনিংস চালাবে বর্ষা। এমন পূর্বাভাসই দিয়েছে আইএমডি বা ভারতীয় আবহাওয়া দফতর। বর্ষার দ্বিতীয়ার্ধে অগাস্ট-সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, বাংলায় আপাতত চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী বর্ষণ হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement
আগামী ২ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস, বর্ষা নিয়ে বড় আপডেট IMD-র বৃষ্টির পূর্বাভাস জারি।
হাইলাইটস
  • এ বছর লম্বা ইনিংস চালাবে বর্ষা।
  • এমন পূর্বাভাসই দিয়েছে আইএমডি।
  • ভারী বর্ষণ হতে পারে।

এ বছর লম্বা ইনিংস চালাবে বর্ষা। এমন পূর্বাভাসই দিয়েছে আইএমডি বা ভারতীয় আবহাওয়া দফতর। বর্ষার দ্বিতীয়ার্ধে অগাস্ট-সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, বাংলায় আপাতত চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী বর্ষণ হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

কী জানিয়েছে IMD

আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এ বছর সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে। তাঁর কথায়, গোটা দেশে বর্ষা দীর্ঘায়িত হবে ১০৬ শতাংশ বেশি। 

বাংলায় চলবে বৃষ্টি


হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে ৭ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। 

কোন কোন জেলায় ভারী বর্ষণ

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ৭ অগাস্ট পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বর্ষণ হতে পারে। দুই দিনাজপুরের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অন্য দিকে, আগামী ৭ অগাস্ট উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ এবং ন্যূনতম ৯৫ শতাংশ।


 

POST A COMMENT
Advertisement