Uluberia accident: SIR শুনানিতে যাওয়ার পথে দুর্ঘটনা, উলুবেড়িয়ায় মৃত বাবা ও দুই সন্তান, আহত মা   

নথি হাতে শুনানিতে যাওয়ার পথেই নেমে এল মর্মান্তিক পরিণতি। বাবা ও দুই নাবালক সন্তানের মৃত্যু, গুরুতর জখম মা। হাওড়ার উলুবেড়িয়ায় হৃদয়বিদারক পথদুর্ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল।

Advertisement
SIR শুনানিতে যাওয়ার পথে দুর্ঘটনা, উলুবেড়িয়ায় মৃত বাবা ও দুই সন্তান, আহত মা   
হাইলাইটস
  • নথি হাতে শুনানিতে যাওয়ার পথেই নেমে এল মর্মান্তিক পরিণতি।
  • বাবা ও দুই নাবালক সন্তানের মৃত্যু, গুরুতর জখম মা।

নথি হাতে শুনানিতে যাওয়ার পথেই নেমে এল মর্মান্তিক পরিণতি। বাবা ও দুই নাবালক সন্তানের মৃত্যু, গুরুতর জখম মা। হাওড়ার উলুবেড়িয়ায় হৃদয়বিদারক পথদুর্ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল।

বুধবার এসআইআর শুনানিতে হাজিরা দিতে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন সামিনা বেগম। সঙ্গে ছিলেন তাঁর স্বামী শেখ সিরাজ এবং দুই নাবালক সন্তান। কিন্তু শুনানিকেন্দ্রে পৌঁছনোর আগেই সব শেষ। উলুবেড়িয়ার ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান সিরাজ ও তাঁর দুই শিশু সন্তান। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সামিনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শেখ সিরাজ (৩৫), তাঁর পুত্র শেখ হীরাজ (৭) এবং কন্যা সঞ্জনা খাতুন (৪)। আহত সামিনা বেগম সাঁকরাইলের বানিপুর এলাকার বাসিন্দা। তাঁর বাপের বাড়ি বাগনানের হাটুরিয়া-১ অঞ্চলে। সেখানেই এ দিন এসআইআর শুনানির হাজিরা ছিল তাঁর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, উলুবেড়িয়া চেকপোস্টের কাছে হঠাৎ একটি চারচাকার গাড়ি সিরাজদের বাইকের সামনে এসে পড়ে। গাড়িটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সজোরে ধাক্কা মারে একটি ট্রাকের পিছনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিরাজ ও তাঁর দুই সন্তানের।

স্থানীয়দের সহায়তায় উলুবেড়িয়া থানার পুলিশ চার জনকে উদ্ধার করে। প্রথমে সামিনাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত চারচাকার গাড়ি ও ট্রাক, দু’টিকেই আটক করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল এবং কার গাফিলতিতে এই মর্মান্তিক পরিণতি, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

POST A COMMENT
Advertisement