Krishnanagar: আদালতে হাজিরার আগে পুলিশকর্মীর হাতে কামড়। আর তারপরেই দৌড়ে পালালো ডাকাত। ডাকাতির মামলায় অভিযুক্ত হিসাবে তাঁকে ধরা হয়েছিল। আর তাঁকে ধরতে কার্যত হিমশিম দশা পুলিশের। বেশ খানিক ক্ষণ চলল দৌড়াদৌড়ি। পুলিশ এবং ডাকাতের ধরাধরি খেলা নিয়ে শোরগোল পড়ে যায় আদালত চত্বরে। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালত চত্বরের।
পুলিশের হাতে কামড় দিয়ে কৃষ্ণনগর জেলা আদালত থেকে পালালো এক আসামি। পুলিশ ও আইনজীবী সূত্রে জানা যায়, কৃষ্ণনগর জেলা আদালতে যখন আসামিকে নিয়ে আসা হয় হঠাৎই পুলিশে ঘেরাটোপের মাঝখানে পুলিশের হাতে কামড় দিয়ে পলিয়ে যায় ওই আসামী। এরপর পুলিশ ওই আসামির পিছু পিছু ধাওয়া করে কৃষ্ণনগর কোর্ট চত্বরের বাইরে এক জায়গা থেকে ধরে ফেলে। কোর্ট চত্বর থেকে পলাতক আসামির নাম মানিক শীল। তাঁকে পুনরায় ধরে এনে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। যদিও এই ঘটনার পর তাঁকে ফের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বিচারকের কাছে।
শুক্রবার আদালত থেকে আসামি পালনের ঘটনায় গোটা আদালত চত্বরে বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে বাড়ানো হয় নিরাপত্তা। তবে কী কারণে সেই আদালত থেকে পালানোর চেষ্টা করেছিল জিজ্ঞাসাবাদ করছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।