Adhir on Jaspreet Singh IPS: 'BJP নেতারা সর্বসমক্ষে ক্ষমা চান,' IPS অফিসারকে খালিস্তানি মন্তব্যের নিন্দায় অধীর

খালিস্তানি মন্তব্যের তীব্র নিন্দা জানালেন অধীর চৌধুরি। বুধবার এক ভিডিও বার্তা প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Advertisement
'BJP নেতারা সর্বসমক্ষে ক্ষমা চান,' IPS অফিসারকে খালিস্তানি মন্তব্যের নিন্দায় অধীরছবি: এএনআই, সংগৃহীত
হাইলাইটস
  • ধামাখালিতে যশপ্রীত সিং-কে বিজেপি নেতাদের 'খালিস্তানি' মন্তব্যের অভিযোগ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক মহল।
  • প্রতিবাদে কলকাতায় বিজেপি দফতরের সামনে বুধবার বিক্ষোভ দেখায় শিখ সম্প্রদায়। এবার এই খালিস্তানি মন্তব্যের তীব্র নিন্দা জানালেন অধীর চৌধুরি।
  • অধীররঞ্জন বলেন, 'বাংলায় BJP-র নেতারা যেভাবে এক পুলিশ অফিসার, যশপ্রীত সিং-কে খালিস্তানি বলে যে অপমান করেছেন, আমি তার তীব্র নিন্দা জানাই।'

ধামাখালিতে যশপ্রীত সিং-কে বিজেপি নেতাদের 'খালিস্তানি' মন্তব্যের অভিযোগ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক মহল। প্রতিবাদে কলকাতায় বিজেপি দফতরের সামনে বুধবার বিক্ষোভ দেখায় শিখ সম্প্রদায়। এবার এই খালিস্তানি মন্তব্যের তীব্র নিন্দা জানালেন অধীর চৌধুরি। বুধবার এক ভিডিও বার্তা প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

অধীরের প্রতিবাদ
অধীররঞ্জন বলেন, 'বাংলায় BJP-র নেতারা যেভাবে এক পুলিশ অফিসার, যশপ্রীত সিং-কে খালিস্তানি বলে যে অপমান করেছেন, আমি তার তীব্র নিন্দা জানাই। বাংলার সংস্কৃতি মনে হয় এঁদের জানা নেই। বাংলায় শিখ সম্প্রদায় ও বাঙালিদের যে গভীর সম্পর্ক আছে, তা এঁদের জানা নেই।'

তিনি আরও বলেন, 'সন্দেশখালি আমরাও যেতে চেয়েছিলাম। আমাদেরও আটকে দেওয়া হয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে কোনও আধিকারিকের সম্প্রদায় নিয়ে, ওঁর ধর্ম, ওঁর বিশ্বাসে আমরা আঘাত করব। আমি এই যন্ত্রণাটা অনুভব করতে পারছি, IPS অফিসার যশপ্রীত সিং এই মন্তব্যের পর কতটা অপমানিত বোধ করছেন। বাংলার পুলিশকর্মীদের সঙ্গে আমরা, কংগ্রেস... আমরাও অনেক বিষয়ে আলোচনা করি। কিন্তু তার মানে এই নয় যে জাত-সম্প্রদায় নিয়ে কোনও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আমরা মন্তব্য করব ও তাঁর অপমান করব।'

এরপর বিজেপি নেতৃত্বকে এই বিষয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলেন অধীর। তিনি বলেন, 'আমি এর কড়া ভাষায় নিন্দা জানাই। আর আমি এটাও বলতে চাই, যে বিজেপি নেতারা এই ধরনের কুকথা বলেছেন, অপমান করেছেন, তাঁরা যেন আমজনতার সামনে, সর্বসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন।'

প্রসঙ্গত, মঙ্গলবার সন্দেশখালি প্রবেশের পথে ধামাখালিতে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্বকে। সেই সময়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। তখনই যশপ্রীত সিং নামে এক IPS অফিসারকে বিজেপি নেতারা 'খালিস্তানি' বলেন বলে অভিযোগ। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদে গর্জে ওঠেন যশপ্রীত। তিনি বলেন, 'আমার মাথায় পাগড়ি আছে বলে আমায় খালিস্তানি বলবেন?'

Advertisement

উল্লেখ্য, এই নিয়ে পঞ্জাবের এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন খোজ IPS যশপ্রীত সিং। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী নিজেই তাঁর বিরুদ্ধে এই শব্দ ব্যবহার করেন। 

POST A COMMENT
Advertisement