Bngladesh Case: অশান্ত বাংলাদেশ, এবার এপার বাংলার হেমতাবাদ সীমান্তে হচ্ছে না মিলন মেলা

হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণ-অত্যাচারের নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। এই পরিস্থিতিতে এপার বাংলায় উত্তর দিনাজপুরের হেমতাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা এবার বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। 

Advertisement
অশান্ত বাংলাদেশ, এবার এপার বাংলার হেমতাবাদ সীমান্তে হচ্ছে না মিলন মেলাচৈনগর গ্রাম পঞ্চায়েত এলাকা।
হাইলাইটস
  • হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ।
  • ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণ-অত্যাচারের নানা অভিযোগ প্রকাশ্যে আসছে।
  • উত্তর দিনাজপুরের হেমতাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা এবার বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। 

হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণ-অত্যাচারের নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। এই পরিস্থিতিতে এপার বাংলায় উত্তর দিনাজপুরের হেমতাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা এবার বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। 

মেলা বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ এলাকাবসীর। বাংলাদেশে অবিলম্বে শান্তি ফেরানোর আর্জি জানিয়েছেন তাঁরা। আজই মিলন মেলার দিন ছিল। তবে এবার মেলা বন্ধ থাকছে। এদিন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

 স্থানীয় বাসিন্দারা জানান, অবিভক্ত বাংলায় দিনাজপুরের পীরগঞ্জে ওই অংশে পাথর কালীপুজোকে কেন্দ্র করে বসত মেলা। বর্তমানে সেই পাথর কালীপুজো বাংলাদেশের পীরগঞ্জে হয়ে থাকে। আর সেই স্মৃতি আঁকড়ে ধরে প্রতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উত্তর দিনাজপুরের জেলার হেমতাবাদ ব্লকের চৈনগর পঞ্চায়েতে বাংলাদেশ সীমান্তের এই মিলন মেলায় অংশ নেন দুই বাংলার মানুষ।

গ্রামবাসীরা চাইছেন, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। প্রশাসন সূত্রে খবর, সীমান্তে বিএসএফ-এর নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাঁটাতার সংলগ্ন এলাকায় টহল দেবে হেমতাবাদ থানার পুলিশ। কাঁটাতার মাঝে রেখে মিলিত হন দুই দেশের মানুষ। সীমানার দুই প্রান্ত থেকে প্রিয়জনেদের উপহার ছুড়ে দেওয়ার রীতিও রয়েছে। রফিকুল ইসলাম, খবিরুল ইসলাম-সহ সব গ্রামবাসীরা বলছেন, এলাকায় মূলত কৃষিজীবী ও দিনমজুরদের বসবাস। বছরে এই একটা দিন কিছু সময়ের জন্য ওপারের আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হত তাঁদের। কিন্তু এবছর বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে বিএসএফ ও প্রশাসনের তরফে মেলা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, সীমান্তে বিএসএফ-এর নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাঁটাতার সংলগ্ন এলাকায় টহল দেবে হেমতাবাদ থানার পুলিশ। 

সংবাদদাতা-   তন্ময় চক্রবর্তী

POST A COMMENT
Advertisement