Forest Fee: জঙ্গলে ঢুকতে আর মোটা টাকা লাগবে না, মমতার 'ধমকে' বড় সিদ্ধান্ত বন দফতরের

রাজ্যের বনাঞ্চলে গেলে আর প্রবেশমূল্য লাগবে না। পর্যটকদের এন্ট্রি ফি তুলে নিল বন দফতর। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বন দফতরের তরফে জানানো হয়েছে, বনাঞ্চলে প্রবেশের জন্য আর কোনও প্রবেশমূল্য দিতে হবে না। 

Advertisement
জঙ্গলে ঢুকতে আর মোটা টাকা লাগবে না, মমতার 'ধমকে' বড় সিদ্ধান্ত বন দফতরেরবনাঞ্চলে প্রবেশমূল্য প্রত্যাহার।
হাইলাইটস
  • রাজ্যের বনাঞ্চলে গেলে আর প্রবেশমূল্য লাগবে না।
  • পর্যটকদের এন্ট্রি ফি তুলে নিল বন দফতর।
  • বনাঞ্চলে প্রবেশের জন্য আর কোনও প্রবেশমূল্য দিতে হবে না।

রাজ্যের বনাঞ্চলে গেলে আর প্রবেশমূল্য লাগবে না। পর্যটকদের এন্ট্রি ফি তুলে নিল বন দফতর। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বন দফতরের তরফে জানানো হয়েছে, বনাঞ্চলে প্রবেশের জন্য আর কোনও প্রবেশমূল্য দিতে হবে না।


প্রসঙ্গত, গত বুধবার আলিপুরদুয়ারে বন দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় সেখানকার বন দফতরের একাধিক কাজে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজাভাতখাওয়াতে ঢুকতে পর্যটকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রীকে জানানো হয়। কেন টাকা নেওয়া হয়, সে নিয়ে প্রশ্ন তোলেন মমতা। অবিলম্বে এটা বদলাতে নির্দেশ দেন তিনি। বলেন, 'বন দফতর নিজেদের কী ভাবে, ভগবান জানে! নিজেদের মতো পরিকল্পনা করে।' মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই রাতারাতি সব বনাঞ্চলে প্রবেশমূল্য প্রত্যাহার করে নেওয়া হল। 

ওই সভায় বন দফতরের উপর ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেছিলেন, 'আমি যে গেস্ট হাউসে আছি, সেখানে একটা ছবি তুলে আনলাম। দেওয়ালে লেখা আছে, 'পাচারকারীদের গুলি করে মারা হবে!' এটা কি কোনও ল্যাঙ্গুয়েজ হল? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা বলা হোক।' এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, 'হনুমানগুলোকে থ্যাঙ্কস, ভাগ্যিস, ওরা ছিঁড়ে দিয়েছিল।' তাঁর সংযোজন, 'অনেক সময় সাধারণ মানুষ যাঁরা জানেন না, ফরেস্টের রাস্তার মধ্যে দিয়ে গেলে তাঁর উপর অনেক অত্যাচার হয়।' পরে বন দফতরের পক্ষ থেকে আধিকারিকরা জানান, ওই লেখাটা এয়ার ফোর্সের। তাঁরা এমন কোনও নির্দেশ দেননি। বন দফতরের উদ্দেশে মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ' অনেকে জানেন না, ভুল করে ফরেস্টের রাস্তা দিয়ে ঢুকে পড়েন। আপনারা খুব স্ট্রং অ্যাকশন করেন কখনও কখনও। যা মানুষের পছন্দ নয়। মনে রাখবেন, বন, অরণ্য, জঙ্গলের প্রতি মানুষেরও অধিকার আছে।সবাইকে নিয়েই চলতে হয় সমাজে।'
a

POST A COMMENT
Advertisement