Night Shift Guidelines: আরজি করকাণ্ডের জের, নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনছে রাজ্য

আরজি করকাণ্ডের পর মহিলাদের নাইট শিফটে কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু নিয়ে সরব হয়েছিলেন অনেকেই। রাতেও মহিলারা যাতে নিরাপদে কাজ করতে পারেন, তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার। গাইডলাইনের খসড়া তৈরি করা হয়েছে। 

Advertisement
আরজি করকাণ্ডের জের, নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনছে রাজ্যনাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনছে রাজ্য।
হাইলাইটস
  • তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে।
  • মহিলাদের নাইট শিফটে কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু নিয়ে সরব হয়েছিলেন অনেকেই।
  • একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার।

আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। স্বাস্থ্য,পুলিশ-সহ বিভিন্ন ক্ষেত্রে রাতেও মহিলাদের কাজ করতে হয়। আবার, বেসরকারি সংস্থায় মহিলারাও নাইট শিফটে কাজ করেন। আরজি করকাণ্ডের পর মহিলাদের নাইট শিফটে কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু নিয়ে সরব হয়েছিলেন অনেকেই। রাতেও মহিলারা যাতে নিরাপদে কাজ করতে পারেন, তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার। গাইডলাইনের খসড়া তৈরি করা হয়েছে। 

উল্লেখ্য, আরজি করকাণ্ডের পর নাইট শিফটে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ করবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

নির্দেশিকায় কী কী বলা হয়েছে...

* মহিলাদের নাইট শিফট বাধ্যতামূলক নয়। যাঁরা রাতে ডিউটি করতে চান, তাঁদের কাছ থেকে লিখিত সম্মতি নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।

* সংস্থার গাড়িতে জিপিএস ট্র্যাকিং, প্রশিক্ষিত মহিলা রক্ষী, ইমার্জেন্সি অ্যালার্ম থাকতে হবে। 

* রাতের ডিউটির সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত। নূন্যতম ১০ জন মহিলা অথবা শিফটে যতজন  রয়েছেন, তার এক তৃতীয়াংশ মহিলা থাকতে হবে। 

* কর্মক্ষেত্রে বিশ্রামাগার, ক্যান্টিন, অ্যাম্বুল্যান্সের মতো পরিষেবা দিতে হবে মহিলা কর্মীদের। ক্যান্টিন, প্রবেশ ও বাহির পথ, করিডরে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। 

* সংস্থায় অভ্যন্তরীণ কমিটি তৈরি করতে হবে। বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবে কমিটি। যৌন হেনস্থা নিয়ে কঠোর নীতি পালন করতে হবে। 

* ইমার্জেন্সি নম্বর রাখতে হবে। স্থানীয় ভাষায় নিরাপত্তা সংক্রান্ত নীতি সকলকে জানাতে হবে। 

প্রসঙ্গত, গত বছর ৯ অগাস্ট আরজি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। যে ঘটনার প্রতিবাদে উত্তাল হয় গোটা দেশ। গত বছরের ১৪ অগাস্ট প্রাক-স্বাধীনতার রাতে প্রথম বার 'রাত দখলের' ডাক দিয়েছিলেন রিমঝিম সিনহা। তাঁর ডাকে এই প্রতিবাদ কর্মসূচিতে গণজাগরণের ছবি ধরা পড়েছিল। গত ৪ সেপ্টেম্বরও রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। এবার আরজি করকাণ্ডের ১ বছর পূর্তিতে ফের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। আরজি করের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা দেশ। শুধু রাজ্য নয়, দেশ এবং বিদেশেও প্রতিবাদের ছবি দেখা গিয়েছিল। এবার আরজি করকাণ্ডের ১ বছর পূর্তিতে ফের প্রতিবাদ কর্মসূচি পালন করার ডাক দেওয়া হয়েছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement