আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় বিজেপি সরকারের দিকে আঙুল তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপি সরকারের আমলে বিমান, ট্রেনের পরিষেবা, রক্ষণাবেক্ষণের গাফিলতি হচ্ছে বলে দাবি করেন।
এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল লেখেন, "বিজেপি সরকারের আমলে দেশের প্লেন, ট্রেনের অবস্থা খুব খারাপ। যাত্রীসুরক্ষা, পরিষেবা ভেঙে পড়ছে। এয়ার ইন্ডিয়া সবেমাত্র টাটারা নিয়েছে। এতকাল তো কেন্দ্রের হাতে ছিল। রক্ষণাবেক্ষণ, নজরদারি কোথায়? যে বিমানটি প্যারিস থেকে দিল্লি হয়ে আমেদাবাদ এলো, আচমকা ভেঙে পড়ল? তার ভিতরের বহু সিস্টেম কাজ করছিল না বলে অভিযোগ করছেন যাত্রীরাই। আমেদাবাদে ঠিকঠাক পরীক্ষাও হয়নি? বিমান ধ্বংসের উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত দরকার। পাখির ধাক্কা বলে নজর ঘোরানো চলবে না। ব্ল্যাক বক্স বা অন্য যে কোনও সূত্রে আসা তথ্য নিরপেক্ষ বিশেষজ্ঞদের হাতে দিয়ে তদন্ত করানো হোক।"
বিজেপি সরকারের আমলে দেশের প্লেন, ট্রেনের অবস্থা খুব খারাপ। যাত্রীসুরক্ষা, পরিষেবা ভেঙে পড়ছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 13, 2025
এয়ার ইন্ডিয়া সবেমাত্র টাটারা নিয়েছে। এতকাল তো কেন্দ্রের হাতে ছিল। রক্ষণাবেক্ষণ, নজরদারি কোথায়? যে বিমানটি প্যারিস থেকে দিল্লি হয়ে আমেদাবাদ এলো, আচমকা ভেঙে পড়ল? তার ভেতরের বহু…
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই এই ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি করেন। বলেন, "আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত। আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্তদের এই বিশাল ক্ষতি মোকাবিলা করার শক্তি কামনা করছি।"
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন এআইসিসি প্রধান মল্লিকার্জুন খাড়গেও। এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একজন বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে হওয়া উচিত।