Kharagpur Plane Crash: খড়গপুরে ধানজমিতে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, ভিতরে ছিলেন ২ পাইলট

বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান। মঙ্গলবার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুরকুনিয়া গ্রামে হঠাৎ একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে।

Advertisement
খড়গপুরে ধানজমিতে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, ভিতরে ছিলেন ২ পাইলটধানক্ষেতে পড়ে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ
হাইলাইটস
  • বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান।
  • মঙ্গলবার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুরকুনিয়া গ্রামে হঠাৎ একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে।
  • তবে সময় মতো প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন দুই পাইলট।

বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান। মঙ্গলবার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুরকুনিয়া গ্রামে হঠাৎ একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। তবে সময় মতো প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন দুই পাইলট।

এদিন দুপুর ৩.৩৫ নাগাদ মুরকুনিয়া গ্রামের একটি ধানজমিতে যুদ্ধবিমানটি পড়ে। প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে যান স্থানীয়রা।

এর কিছুক্ষণের মধ্যেই কলাইকুণ্ডা এয়ারবেস থেকে একটি হেলিকপ্টারে করে সেখানে এসে পৌঁছান বায়ুসেনার আধিকারিকরা। 

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সময়ে ধানক্ষেতে কেউ থাকলে কী হত, সেই ভেবেই শিউড়ে উঠছেন স্থানীয়রা। তবে পাইলটের দক্ষতায় জনবহুল এলাকা এড়িয়ে ফাঁকা জায়গায় গিয়ে পড়ে যুদ্ধবিমানটি। নয়তো আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। 

উল্লেখ্য, সোমবারই এই ধরনের আরও একটি ঘটনা ঘটে। সোমবার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙা গ্রামে রাস্তার পাশের ধানজমিতে একটি বোমার অংশ এসে পড়ে। তীব্র শব্দে এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা এসে ভিড় জমান। তবে খবর পেয়ে এলাকা ঘিরে দেয় পুলিশ। সোমবার মহড়া চলছিল। সেই সময়ে বোমাটি এসে পড়ে। তবে ফায়ারিং রেঞ্জের মধ্যেই এই অঞ্চলটি পড়ে বলে জানিয়েছে বায়ুসেনা। ঘটনায় কেউ হতাহত হননি।

POST A COMMENT
Advertisement