Amit Shah: সুকান্তর বিবেকানন্দ মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল করতেই রাজ্যে শাহ, দাবি TMC-র

কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে সংগঠনের পরিস্থিতি দেখতে সফরে আসবেন তিনি। তবে সেকথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। এটা সুকান্ত মজুমদারের 'ড্যামেজ কন্ট্রোলে'র চেষ্টা বলে দাবি করছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে সবুজ শিবির লিখেছে, 'বাংলায় বিজেপি নেতাদের নিয়মিত আগমন শুরু হয়েছে। অমিত শাহের সফর সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দকে অপমান করার পর ড্যামেজ কনট্রোল করার নিরর্থক চেষ্টা মাত্র।'

Advertisement
সুকান্তর বিবেকানন্দ মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল করতেই রাজ্যে শাহ, দাবি TMC-রফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে সংগঠনের পরিস্থিতি দেখতে সফরে আসবেন তিনি।
  • তবে সেকথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। এটা সুকান্ত মজুমদারের 'ড্যামেজ কন্ট্রোলে'র চেষ্টা বলে দাবি করছে তৃণমূল।
  • এক্স হ্যান্ডেলে সবুজ শিবির লিখেছে, 'বাংলায় বিজেপি নেতাদের নিয়মিত আগমন শুরু হয়েছে। অমিত শাহের সফর সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দকে অপমান করার পর ড্যামেজ কনট্রোল করার নিরর্থক চেষ্টা মাত্র।'

কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে সংগঠনের পরিস্থিতি দেখতে সফরে আসবেন তিনি। তবে সেকথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। এটা সুকান্ত মজুমদারের 'ড্যামেজ কন্ট্রোলে'র চেষ্টা বলে দাবি করছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে সবুজ শিবির লিখেছে, 'বাংলায় বিজেপি নেতাদের নিয়মিত আগমন শুরু হয়েছে। অমিত শাহের সফর সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দকে অপমান করার পর ড্যামেজ কনট্রোল করার নিরর্থক চেষ্টা মাত্র।'

BJP সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির সংগঠন কেমন? সেটাই খতিয়ে দেখতে আসছেন অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

ক্ষমা চাওয়ার দাবি
তৃণমূল কংগ্রেসের দাবি, 'অমিত শাহকে স্পষ্ট জানাতে হবে যে তাঁর দল বাংলার সংস্কৃতির প্রতি এমন অবমাননাকর মন্তব্য সমর্থন করে কিনা। জনগণ উত্তর চায়, রাজনৈতিক যাত্রাপালা চায় না।'

টিএমসি-র কথায়, 'স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন যে, গীতার শিক্ষাগুলি বোঝার এবং বাস্তবায়নের জন্য শারীরিক শক্তি একটি পূর্বশর্ত। সুকান্ত মজুমদারের স্বামীজিকে নিরক্ষর বামপন্থী হিসাবে অবজ্ঞা করাটা শুধুমাত্র অজ্ঞতারই প্রতিফলন নয়, বরং এটি বিকৃত ও অপমান করার ইচ্ছাকৃত প্রচেষ্টা।'

শশী পাঁজা যা বললেন:
তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, 'স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, গীতা পড়ার পরিবর্তে ফুটবল খেললে স্বর্গের বেশি কাছাকাছি যাবে।' শশী পাঁজা বলেন, 'বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দের চিন্তা ও ভাবনাকে অসম্মান করেছেন। তিনি বলেছেন, যারা ফুটবল এবং গীতা সম্পর্কে এই কথা বলেছেন তারা নিরক্ষর। বারবার বিজেপি বাংলার মহাপুরুষদের অসম্মান করছে। সে স্বামী বিবেকানন্দ হোক বা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর।'

POST A COMMENT
Advertisement