Amit Shah: মার্চেই বাংলায় আসছেন অমিত শাহ, ছাব্বিশের ভোটের স্ট্র্যাটেজি শুরু?

রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, চলতি মাসের ২৯-৩০ তারিখ তাঁর বঙ্গ সফর নির্ধারিত হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের এক বছর আগেই বিজেপি রাজ্যে সংগঠন মজবুত করতে চাইছে। সেই কারণেই শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
মার্চেই বাংলায় আসছেন অমিত শাহ, ছাব্বিশের ভোটের স্ট্র্যাটেজি শুরু?
হাইলাইটস
  • রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • সূত্রের খবর, চলতি মাসের ২৯-৩০ তারিখ তাঁর বঙ্গ সফর নির্ধারিত হয়েছে।

রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, চলতি মাসের ২৯-৩০ তারিখ তাঁর বঙ্গ সফর নির্ধারিত হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের এক বছর আগেই বিজেপি রাজ্যে সংগঠন মজবুত করতে চাইছে। সেই কারণেই শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সুকান্তর আমন্ত্রণে আসছেন শাহ
মঙ্গলবার দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। ওই বৈঠকে বাংলায় বিজেপির বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়। সুকান্ত শাহকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানান, যা শাহ গ্রহণ করেছেন বলেই সূত্রের খবর।

বিশেষ বৈঠক করবেন শাহ
শাহের সফরকালে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বিশেষ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করা, বুথ স্তরে কর্মী তৎপরতা বাড়ানো এবং জনসংযোগের নতুন কৌশল তৈরি করা এই আলোচনার মূল বিষয় হতে পারে।

২০২৬ বিধানসভা লক্ষ্যে বিজেপি
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বড়সড় ধাক্কা খেলেও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নিজেদের শক্তি বাড়াতে মরিয়া তারা। বিধানসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে শাহের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


 

POST A COMMENT
Advertisement