scorecardresearch
 

Amit Shah: শিয়রে ভোট, দীপাবলির আগেই বাংলায় আসছেন শাহ, কবে?

আরজি করকাণ্ডের প্রতিবাদ এখনও চলছে। এই আবহে এবার কলকাতায় আসছেন অমিত শাহ। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরজি কর প্রতিবাদের আবহে শাহের এই সফর রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

Advertisement
অমিত শাহ। অমিত শাহ।
হাইলাইটস
  • কলকাতায় আসছেন অমিত শাহ।
  • আগামী ২৪ অক্টোবর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  • শাহের এই সফর রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

আরজি করকাণ্ডের প্রতিবাদ এখনও চলছে। এই আবহে এবার কলকাতায় আসছেন অমিত শাহ। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরজি কর প্রতিবাদের আবহে শাহের এই সফর রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

জানা গিয়েছে, গোটা দেশে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। বাংলায় সেই কর্মসূচি জোরকদমে চালু করতেই শাহের কলকাতা সফর। রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন যে, পুজোর পরেই বাংলায় এই কর্মসূচিতে জোর দেওয়া হবে। এবার সেই কর্মসূচি পুরোদমে শুরু করা হবে। 

সূত্রের খবর, এই কর্মসূচির মাধ্যমেই ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় বিজেপি। কীভাবে সেই প্রস্তুতি নেওয়া হবে, সেই কৌশল বাতলে দিতেই কলকাতায় আসছেন শাহ। এ-ও জানা গিয়েছে যে, কলকাতায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন মোদী-সেনাপতি। 

আরও পড়ুন

চলতি বছরে লোকসভা নির্বাচনের প্রচারে বেশ কয়েক বার রাজ্যে এসেছিলেন শাহ। বাংলায় ৩০-৩৫টি আসনে জেতার লক্ষ্যমাত্রা দিয়েছিলেন তিনি। পাশাপাশি, ভোটের প্রচারে বলেছিলেন, বাংলায় বিজেপি ভাল ফল করবে। যদিও শাহের সেই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়নি। গত লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বাংলায়। মাত্র ১২টি আসনে জিতেছে তারা। এর আগে, ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনেও ধাক্কা খেয়েছিল পদ্ম শিবির। এবার লক্ষ্য ২০২৬ সাল। বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্মফুল ফোটানোর লক্ষ্য নিয়ে ফের ঝাঁপাতে চায় বিজেপি। সেই লক্ষ্যপূরণেরই প্রস্তুতি শুরু করতে কলকাতায় আসছেন শাহ। 

অন্য দিকে, আরজি করের ঘটনায় প্রতিবাদ অব্যাহত। আমরণ অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদ কর্মসূচি করছে বিজেপিও। এই প্রেক্ষাপটে বাংলায় শাহ কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ। 
 

Advertisement

TAGS:
Advertisement