অভাবের কারণে বাথরুম ছিল না হুগলির যুবক জয়ন্ত দুলের বাড়িতে। তাঁর বাড়িতে বাথরুম তৈরি করে দেবেন, খরচ বহন করবেন, সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।
হুগলির গোঘাটের বাসিন্দা জয়ন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়ে শেষ করেছেন তিনি। গত বছর অংশগ্রহণ করেছিলেন কেবিসির ১৬ তম সিজনে। হট সিটে বসার সুযোগও পেয়েছিলেন। সেখানেই কথা প্রসঙ্গে অমিতাভকে জানান নিজেদের অর্থনৈতিক অবস্থার কথা। জানিয়েছিলেন, তাঁদের বাড়িতে কোনও বাথরুম নেই। ফলে পরিবারের সবাইকে এমনকী মহিলাদেরও বাইরে যেতে হয়। পুকুরে স্নান করতে হয়।
জয়ন্তর সেই কাহিনি শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন বিগ বি। তিনি সেদিন সেভাবে কোনও কথা না বললেও কয়েক সপ্তাহ পরে ব্যক্তিগতভাবে জয়ন্তর সঙ্গে যোগাযোগ করেন। জানান, তিনিই বাথরুম বানিয়ে দেবেন। সেজন্য পুরো খরচও বহন করবেন। পরে অমিতাভের টিমও যোগাযোগ করে জয়ন্তর অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পাঠায়।
টাকা পাওয়ার পরই বাথরুম নির্মাণের কাজ শুরু করে দেন জয়ন্ত। তবে বৃষ্টি শুরু হওয়ায় সেই কাজ বাধা পায়। যদিও সম্প্রতি সেই বাথরুমের কাজ শেষ হয়। অমিতাভকে ধন্যবাদ জানাতে বাথরুমের বাইরে ফলকও লাগান জয়ন্ত। সেখানে লেখা, 'গিফটেড বাই অমিতাভ বচ্চন'।
কেবিসির ওই সিজনে অংশগ্রহণ করে ১২ লক্ষ ৫০ হাজার টাকা জিতেছিলেন জয়ন্ত। তিনি এখন সেই টাকা দিয়ে ভাই-বোনের পডাশোনার খরচ চালাচ্ছেন। তিনি জানান, 'অমিতাভ বচ্চনকে আমার ধন্যবাদ। এত বড় মাপের, এত ব্যস্ততার মধ্যেও উনি আমাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছেন। বর্ষার কারণে কাজ সামান্য আটকে ছিল। এখন সম্পূর্ণ হয়েছে। তবে এই খবরটা শাহেনশাকে এখনও দেওয়া হয়নি। আমি নিজে তাঁকে জানাব।'