দুর্গাপুর ধর্ষণকাণ্ডে রাজনৈতিক উত্তাপ বাড়ার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি প্রশ্ন তোলেন, দুর্গাপুরে যা ঘটেছে তা অবশ্যই দুঃখজনক, কিন্তু পুরো ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই গণধর্ষণ বলে যাঁরা আওয়াজ তুলেছিলেন, তাঁরা ক্ষমা চাইবেন তো।'
কুণাল ঘোষের বক্তব্য, 'বাংলায় কোনও অপ্রীতিকর ঘটনার পরেই একাংশ রাজনৈতিক দল ও সংগঠন বিশেষ উদ্দেশ্যে গণধর্ষণ ইত্যাদির অভিযোগ তুলে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। তদন্ত হওয়ার আগেই সরকারবিরোধী আন্দোলনের একটা নতুন ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে।'
তিনি বলেন, 'এই ঘটনায় এখনো তদন্ত চলছে। ইতিমধ্যেই অনেকটা পরিস্কার হয়েছে যে এখানে গণধর্ষণের ঘটনা ঘটেনি। তবুও যাঁরা মুখ খুলে রাজ্যের বদনাম করেছেন, তাঁদের কি দায়বদ্ধতা নেই? বিশেষ করে বিজেপি ও সিপিএম, এমনকি বিজেপি পরিচালিত মহিলা কমিশনের একাংশ, তাঁদের কি এখন প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত নয়।'
কুণাল আরও যোগ করেন, 'অন্যান্য রাজ্যেও ভয়াবহ সব ঘটনা ঘটছে। মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্স খুন হচ্ছেন, সেই সব নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। অথচ বাংলায় একটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক কুৎসা ছড়ানো হচ্ছে।'
তিনি নির্যাতিতার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, 'ছাত্রীর বাবা একেবারেই ব্যক্তিগত উদ্বেগ থেকে যা বলছেন, আমরা সেটাকে সম্মান করি। তিনি তো মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন। মেয়ে তো তাঁর কাছে অনুমতি নিয়ে হস্টেল থেকে বেরোননি। বাবা হিসেবে বিষয়টা ওনার কাছে শকিং। যেকারণে আমরা কোনও তিক্ত মন্তব্য করিনি। পরে তো উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।'