scorecardresearch
 

'বিশ্বভারতীর কিছু চুরি হয়নি, ও সব লুকিয়ে রেখেছে', VC-কে আক্রমণ অনুব্রতর

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ওপর ফের চড়াও হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। উপাচার্যের বেফাঁস মন্তব্যের পাল্টা জবাব দিলেন অনুব্রত। বিদ্যুৎ চক্রবর্তীকে এদিন তীব্র কটাক্ষ করেন তিনি। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে 'পাগল' বলেও সম্বোধন করেন। উপাচার্যের 'বাহুবলী' মন্তব্যকেই চ্যালেঞ্জ করেন অনুব্রত। 

Advertisement
অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল
হাইলাইটস
  • বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ওপর ফের চড়াও হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল
  • উপাচার্যের বেফাঁস মন্তব্যের পাল্টা জবাব দিলেন অনুব্রত
  • বিদ্যুৎ চক্রবর্তীকে এদিন তীব্র কটাক্ষ করেন তিনি

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ওপর ফের চড়াও হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। উপাচার্যের বেফাঁস মন্তব্যের পাল্টা জবাব দিলেন অনুব্রত। বিদ্যুৎ চক্রবর্তীকে এদিন তীব্র কটাক্ষ করেন তিনি। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে 'পাগল' বলেও সম্বোধন করেন। উপাচার্যের 'বাহুবলী' মন্তব্যকেই চ্যালেঞ্জ করেন অনুব্রত। 

"হিম্মত থাকলে আমার নাম করে বলুক, আমি বলছি ওটা পাগল উপাচার্য। উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে মুছে ফেলার চেষ্টা করছেন," বলে আক্রমণ করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্বভারতীর সমস্ত ভবনের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অনুব্রতের নাম না করে তাঁকে ‘বাহুবলী’ বলে কটাক্ষ করেন উপাচার্য। এতেই ক্ষুব্ধ হন অনুব্রত।

প্রতিবাদ করে অনুব্রত জানান,"আমাকে বাহুবলী বলে লাভ আছে? হিম্মত থাকলে আমার নাম করে বলুক। আর আমি নাম করে বলছি বিশ্বভারতীর উপাচার্য পাগল। তিনি রবীদ্রনাথ ঠাকুরকে মুছে দিতে চাইছেন। গুরুদেবের আদর্শ, তাঁর স্বপ্ন এই উপাচার্য আসার পর শেষ হয়ে গেল। বিশ্বভারতী জঞ্জালে ভর্তি হয়ে গিয়েছে।"

উপাচার্যর বিশ্বভারতীতে চুরির অভিযোগ উড়িয়ে দেন দিয়ে বলেন," ছাত্র,অধ্যাপক,আধিকারিকদের কথায় কথায় সাসপেন্ড করছে, পাগল ছাড়া এই সব কাজ কেউ করে? ও কখন কী  করে ও নিজেই জানে না। বিশ্বভারতী কিছু চুরি হয়নি ও সব লুকিয়ে রেখে দিয়েছে। যাওয়ার আগে সব দিয়ে যাবে।"

Advertisement