Anubrata Mondal: বিধানসভা ভোটে প্রার্থী কে? দলনেত্রীর আগেই নাম ঘোষণা অনুব্রতের

ভোট হতে বাকি আরও বেশ কিছু মাস। পুজো পেরোলেই বাজবে ভোটের দামামা। সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরই মধ্যে সাঁইথিয়া কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল। নির্বাচনে কে প্রার্থী হবেন, কে হবেন না সেই সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
বিধানসভা ভোটে প্রার্থী কে? দলনেত্রীর আগেই নাম ঘোষণা অনুব্রতেরঅনুব্রত মণ্ডল

ভোট হতে বাকি আরও বেশ কিছু মাস। পুজো পেরোলেই বাজবে ভোটের দামামা। সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরই মধ্যে সাঁইথিয়া কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল। নির্বাচনে কে প্রার্থী হবেন, কে হবেন না সেই সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী নির্বাচনের এত আগে আগাম প্রার্থীর নাম ঘোষণায় অস্বস্তিতে দল। এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।

শুক্রবার সন্ধেয় সাঁইথিয়ায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন হয়। সেই মঞ্চ থেকে সাঁইথিয়ার প্রার্থীর নাম ঘোষণা করেন অনুব্রত মণ্ডল। বিধায়ক নীলাবতি সাহাই প্রার্থী হবেন বলে ঘোষণা করেন কেষ্ট। বলেন, "ছাব্বিশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। প্রার্থী যিনিই হন না কেন তা নিয়ে চিন্তা করবেন না। আর নীলাবতী প্রার্থী মানেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাই নীলাবতী না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন না।" চতুর্থবার মমতাকে মুখ্যমন্ত্রী করতে নীলাবতিকে সমর্থনের জন্য আবেদন করেন কেষ্ট।

এই মঞ্চেই হাজির ছিলেন নীলাবতী সাহা। যদিও অনুব্রতের ঘোষণা নিয়ে কোনও মন্তব্য তিনি করেননি। 

উল্লেখ্য, ২০১৬ ও ২০২১ এর বিধানসভা নির্বাচনে পর পর দু'বারই সাঁইথিয়া কেন্দ্র থেকে বিজয়ী হন নীলাবতী সাহা। তাঁকেই আরও ফের বিধায়ক প্রার্থী হিসেবে দেখতে চান তিনি। 
 

POST A COMMENT
Advertisement