হুগলির আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর অবস্থিত রামকৃষ্ণ সেতুর একাংশের রেলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রাত প্রায় ১২টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মাত্র কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় খানাকুল-আরামবাগ হয়ে এই সেতু দিয়ে ঘাটালের উদ্দেশ্যে গিয়েছিলেন।
রামকৃষ্ণ সেতুটি হুগলির সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া-সহ অন্তত পাঁচটি জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। রেলিং ভেঙে যাওয়ার পরও বিপজ্জনকভাবে যান চলাচল অব্যাহত থাকায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাঙা অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় এবং সেতুর উপর পুলিশ পোস্টিং করা হয়।
বাসিন্দাদের আশঙ্কা, যদি দ্রুত মেরামতের ব্যবস্থা না হয়, তবে সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। এতে জেলার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ কার্যত বিপর্যস্ত হয়ে যাবে। স্থানীয়দের দাবি, বিকল্প একটি সেতু নির্মাণ অথবা বিদ্যমান সেতুর পূর্ণাঙ্গ সংস্কার জরুরি।
এই ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। তাঁর দাবি, 'মুখ্যমন্ত্রী আসবেন বলে ওই রাস্তায় তড়িঘড়ি জোড়াতাপ্পি দিয়ে কাজ চালানো হয়েছিল, কিন্তু তার আসল চিত্র আজ প্রকাশ্যে এসেছে।' তিনি আরও অভিযোগ করেন, আরামবাগবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও নতুন সেতু নির্মাণের নামে রাজ্য সরকার প্রহসন করেছে।
সংবাদদাতাঃ রাহি হালদার