সম্প্রতি দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস ও রেস্তোরাঁয় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। শুক্রবার, ১০ অক্টোবর তিনি বলেন, 'সুজিত বসু দশ হাজার কোটি টাকার মালিক। ইডির উচিত ছিল ওঁকে আরও আগে গ্রেফতার করা। আমার মনে হয় ED হেঁটে হেঁটে আসছে। কেন্দ্রীয় এজেন্সির এমন অবস্থা থাকলে অনেকের বিশ্বাস উঠে যাবে এই এজেন্সি উপর।'
দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ED অভিযান প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং এর সাফ জবাব, 'ED অনেক দেরি করে ফেলেছে। মনে হচ্ছে ED হেঁটে হেঁটে হেঁটে আসছে। তাদের গাড়ি খারাপ হয়ে গিয়ে থাকতে পারে। সে কারণে ED-এর সেখানে পৌঁছতে দেরি হচ্ছে। ED না ধরলে তাদের উপর থেকে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়।
শুক্রবার, ভাটপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, সুজিত বসু যখন সিপিএম করত তখন তাঁর একটা এগ রোলের দোকান ছিল। আর এখন খুব কম হলেও ১০ হাজার কোটি টাকার মালিক। তাঁর কোনও ব্যবসা নেই। সেখানে হঠাৎ কী এমন হলো? কী করে তাঁর এই উত্থান? সেখানে দাঁড়িয়ে ED কেন হেঁটে হেঁটে এলো? ওদের তো সোজা বিমানে করে নামা উচিত ছিল। অনেক আগেই তাঁকে গ্রেপ্তার করে তাঁর সম্পত্তি জব্দ করা উচিত ছিল।'অর্জুন সিং আরও বলেন, সুজিতের বিরুদ্ধে দুর্নীতি মামলায় তদন্ত চলছে। পুরসভা, স্কুলে চাকরি এরাই বিক্রি করেছিল। এদের একটা চক্র ছিল। ফলে এখনও পর্যন্ত কেন তাঁকে গ্রেপ্তার করা হয়নি এটাই আমার প্রশ্ন। সকলেই জানে সুজিত বসু একজন চোর!
তবে প্রতিবেশী রাষ্ট্র নেপালে জেন-জি আন্দোলন নিয়ে তিনি বলেন,'নেপালের গণ অভ্যুত্থান মন্তব্য নিয়ে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় স্টে অর্ডারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। তবে আবারও বলছি এই বাংলায় গণ অভ্যুত্থান দরকার! রাজনৈতিক গণ অভ্যুত্থান না হলে পরিবর্তন সম্ভব নয়!'
প্রসঙ্গত, শুক্রবার সকালে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস ও রেস্তোরাঁয় হামা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এই অভিযান চালায় ইডি। তবে এবিষয়ে সুজিত বসু বলেন, আপনারাও জানেন, আমিও জানি কেন ইডির এই হানা। ওদের কাজ ওরা করুক। এখানাকার মানুষই আমার সার্টিফিকেট।
রিপোর্টারঃ দীপক দেবনাথ