আসানসোলের বরাকরে শনিবার সন্ধ্যায় ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা, যা এখন রাজ্যের বহু মহিলার কাছে হয়ে উঠেছে সাহসের প্রতীক। ১২ জুলাই, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ বরাকরের ব্যস্ত বাজার এলাকায় স্কুটিতে যাচ্ছিলেন বলতোড়িয়া এলাকার দুই বোন, স্বীতি আগরওয়াল ও বাবলি আগরওয়াল। অভিযোগ, একটি গাড়িতে থাকা ছয় যুবক তাঁদের দীর্ঘক্ষণ ধরে হর্ন বাজিয়ে, অশ্লীল ভাষা ও ইঙ্গিত দিয়ে উত্ত্যক্ত করতে থাকে।
কিন্তু ভয় না পেয়ে, দুই বোন দৃপ্ত সাহসে সামনে এগিয়ে যান। স্কুটির গতি থামিয়ে ওই গাড়ির পথ আটকে দাঁড়ান। যুবকদের গাড়ির দরজা লক থাকলেও, তারা জানালা খুলে কুরুচিকর মন্তব্য চালিয়ে যায়। চারপাশের দোকানদার ও পথচারীদের নজরে আসে ঘটনাটি। স্থানীয়রা তৎপরতা দেখিয়ে গাড়ির চাবি কেড়ে নেন এবং দুই বোনের হাতে তুলে দেন।
এরপর, দুই বোন সরাসরি বরাকর থানায় গিয়ে গাড়ির চাবি ও ঘটনার বিস্তারিত বিবরণ লিখিতভাবে জমা দেন। পুলিশের তৎপরতায় ওই ৬ যুবককে গাড়িসহ আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনানুগ পদক্ষেপ শুরু হয়েছে।
এই সাহসিক পদক্ষেপ আবারও দেখিয়ে দিল, ভয় নয়, সচেতনতাই পারে সমাজকে অপরাধমুক্ত করতে। বরাকরের দুই বোনের এমন সাহসিকতা সামাজিক মাধ্যমেও প্রশংসিত হচ্ছে।
রিপোর্টারঃ অনিল গিরি