বাংলা নির্বাচন পরবর্তী উত্তেজনা থামার কোনও লক্ষণই নেই। এবার মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরনের ওপরে হামলার অভিযোগ। মেদিনীপুরের পাঁচখুড়িতে তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনায় মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন। ভিডিও ক্যাপশানে লেখা, 'পশ্চিম মেদিনীপুরে সফর চলাকালিন আমার গাড়িতে হামলা চালায় তৃণমূলের গুন্ডারা। আমার ব্যক্তিগত কর্মীর ওপরেও হামলা চালান হয়। আমায় সফর মাঝপথে ছেড়েই ফরে আসতে হয়।'
ভিডিও দেখা দেখা যাচ্ছে, লাঠি দিয়ে গাড়ির কাঁচে আঘাত করছে এক ব্যক্তি। যেই মাত্র হামলা চালান হয় সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরাতে শুরু করেন চালক। যেখানে হামলা চালানো হয়েছে সেখানে তৃণমূলের পতাকা ও ব্যানার লাগান রয়েছে। হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং লাঠিটি ভিতরে ঢুকে যায়।
প্রসঙ্গত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে পশ্চিমবঙ্গে আসা প্রতিনিধি দলের সদস্য ভি মুরালিধরন। এছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন বি এল সন্তোষ এবং ভূপেন্দ্র যাদব। এই প্রতিনিধি দলটি হিংসায় নিহত ও আহত কর্মীদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করেছে।
বাংলায় নির্বাচনী ফলাফল পরবর্তী হিংসার জেরে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। একটি ৪ সদস্যের প্রতিনিধি দলকে বাংলায় পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তার আগে রাজ্যের থেকে রিপোর্টও তলব করা হয়। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার আধিকারিক। রাজ্যে চলা হিংসা ও গ্রাউন্ড রিপোর্ট সহ মোট ৩টি বিষয়ে তদন্ত করছে এই প্রতিনিধ দল।