Bagdogra Bangladeshi Arrested: কাছে দুই দেশের পরিচয়পত্র, বাগডোগরা সেনাছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি

Bagdogra Bangladeshi Arrested: সেনা সূত্রে খবর, কিছু অস্থায়ী শ্রমিকের পরিচয়পত্র নিয়ে সন্দেহ হওয়ায় সেনা গোয়েন্দারা তল্লাশি অভিযান শুরু করেন। সেই সময়ই ধরা পড়েন নন্দ মণ্ডল। তাঁর কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের একটি পরিচয়পত্র ছাড়াও ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড।

Advertisement
বাগডোগরা সেনাছাউনি থেকে গ্রেফতার এক বাংলাদেশি, উদ্ধার দুই দেশের পরিচয়পত্রবাগডোগরা সেনাছাউনি থেকে গ্রেফতার এক বাংলাদেশি, উদ্ধার দুই দেশের পরিচয়পত্র

Bagdogra Bangladeshi Arrested: বাগডোগরার বেঙ্গডুবি সেনা ছাউনির ভেতর থেকে ধরা পড়লেন এক বাংলাদেশি যুবক। সেনা গোয়েন্দাদের হাতে আটক ওই যুবকের নাম নন্দ মণ্ডল। জানা গেছে, তিনি বেআইনি ভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে এসে ছাউনির ভিতরে শ্রমিকের কাজ করছিলেন গত কয়েক দিন ধরে।

সেনা সূত্রে খবর, কিছু অস্থায়ী শ্রমিকের পরিচয়পত্র নিয়ে সন্দেহ হওয়ায় সেনা গোয়েন্দারা তল্লাশি অভিযান শুরু করেন। সেই সময়ই ধরা পড়েন নন্দ মণ্ডল। তাঁর কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের একটি পরিচয়পত্র ছাড়াও ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। প্রাথমিক তদন্তে সেনা কর্তৃপক্ষ মনে করছে, এই সমস্ত নথিই জাল।

নন্দ মণ্ডলকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর শিলিগুড়ি ও আশপাশের এলাকায় থাকা কয়েকজন এজেন্টের সাহায্যে তিনি ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। সেই জাল নথির ভিত্তিতেই তিনি বাগডোগরা সেনা ছাউনিতে কাজের সুযোগ পান।

ঘটনার পরপরই সেনা কর্তৃপক্ষ তাঁকে আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ও সেনার গোয়েন্দা বিভাগ যৌথভাবে তদন্তে নেমেছে। কীভাবে এবং কার সাহায্যে বাংলাদেশের ওই যুবক ভারতীয় পরিচয়পত্র তৈরি করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার পেছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

 

POST A COMMENT
Advertisement