শোভন-বৈশাখী রাজনীতির ময়দানে যেমনভাবে উপভোগ করার বিষয়। ঠিক তেমনই শোভন-বৈশাখী নিয়ে উত্তাল নেট দুনিয়া থেকে শুরু করে বাংলার রাজনৈতিক মহল থেকে শুরু করে শিক্ষা মহল ও নেটিজেনরা। ইতিমধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে একটি মিউজিক ভিডিও ঘিরে আরও বেশি চর্চিত শোভন ও বৈশাখী। আর সেই বিষয়ে ভাইরাল হওয়ার পরই এবার সরাসরি আজতক বাংলার ৬-টার লাইভে হাজির হয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মিউজিক ভিডিওর বিষয় নিয়ে ফটোসেশ্যনের বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এটা আমাদের কাছে একটা প্রস্তাব ছিল। আমরা নিজেদের মতো করে বিষয়টাকে করি। ভিডিও করার কথা বলেন আমাদের নিয়ে। ওরা আমাকে বলে একটু কালচারাল বিষয়ে আপনাকে কেউ চেনে না। আমি ছোট বেলা থেকে নাচ শিখেছি। ফলে তাই আমি সেখানে শোভনের সঙ্গে এই ভিডিও করতে রাজি হয়েছিলাম। আর সেটাই আমি করি।"
একই সঙ্গে নিজের নাচের পারফরম্যান্স নিয়ে বৈশাখী বলেন, "অনেকে অনেক কথা তো বলেছে। আমি সেই সব কিছু নিয়েই মাথা ঘামাচ্ছি না। আমি বলবো ভাল হয়েছে কারণ প্রচুর ভাইরাল হয়েছে এই ভিডিও। সমালোচনা করুক বা যাই করুক প্রচুর মানুষ দেখেছে। আর জিরো ফিগারের তাগিদ আমার নেই। সে যে যাই বলুক। মানুষ অনেক কথা বলবে। বডি শেমিং নিয়ে মানুষ বলবেই, আর ভদ্রলোকেরাও করে থাকে। সবার হাতে স্মার্ট-ফোন আছে। ফলে এই নিয়ে আমার ভাবার সময় নেই। আমার একটা পরিবার আছে, কাজ আছে, তাই এই সব নিয়ে ভাবার সময় নেই।"
একই সঙ্গে বডি শেমিং নিয়ে বৈশাখী সরোজ খানের তুলনা টেনে বলেন, "সরোজ খান যদি ডান্স গ্রেট হতে পারে, তাহলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কেন নাচতে পারবে না। এই প্রজেক্টটা সফল ভাবে হয়েছে। আমি বেশি লোকের কথায় মাথা ঘামাতে চাইছি না।"
রাজনীতির হিট জুটি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি। আর ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিও-তে তিনি নাচের দিক থেকে বেশ ভালো করেছেন বলেই মনে করেন তিনি। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।