সংরক্ষণ নিয়ে অশান্তির কারণে বাংলাদেশে জারি হওয়া কারফিউ প্রভাব পড়েছে ভারতের মাছের ব্যবসায়। গত তিন দিন ধরে মাছ আমদানি-রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে, যার ফলে রাজ্যে মাছের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও, ব্যবসায়ীরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ফলে বাজারে মাছের সরবরাহে ব্যাঘাত ঘটেছে। বাংলাদেশ থেকে মাছ আমদানির অভাবে রাজ্যের একাদিক মাছবাজারে মাছের ঘাটতি দেখা দিয়েছে।
সূত্রে খবর, বাংলাদেশে যাওয়ার পথে রাস্তায় হাওড়া ফিস মার্কেটের ২০টি ট্রাক আটকে রয়েছে। এই ২০টি ট্রাকই মাছ বোঝাই। এর মধ্যে ১০টি ট্রাকে বাংলাদেশ থেকে মাছ আমদানি করা হচ্ছে এবং ১০টি ট্রাকে বাংলাদেশে মাছ রপ্তানি করা হচ্ছে। কিন্তু রাস্তায় লুঠপাটের কারণে মাছ আমদানি-রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। এরকম চলতে থাকলে হাওড়া ফিস মার্কেটে প্রতিবছর পুজোর আগে যে পদ্মার ইলিশ ঢোকে এবার তাও আসবে কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
হাওড়া পাইকারি ফিস মার্কেটে বাংলাদেশ থেকে মাছ না আসায় মাছের বাজারে সংকট দেখা দিয়েছে। শুধু হাওড়া নয়, রাজ্যের অন্যান্য জেলার খুচরো মাছ বাজারেও মাছের সরবরাহ কমে গেছে। এর ফলে বাজারে চাহিদা বাড়ছে এবং মাছের দামও বাড়ছে। সাধারণ মানুষের পাতে মাছের অভাব দেখা দিতে পারে।
এদিকে, সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই ব্যবসায়ীরা ১০০ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। ট্রাক দাঁড়িয়ে থাকায় সবজি নষ্ট হয়ে যাচ্ছে, যা আরও বড় সমস্যার সৃষ্টি করছে। এই অস্থিরতা কবে কাটবে তা নিশ্চিত নয়, তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাছের ব্যবসায় এই সংকট কাটার সম্ভাবনা কম।