Bangladeshi: তেহট্টে সাধুর বেশে লুকিয়েছিল বাংলাদেশের কুখ্যাত অপরাধী, হাতেনাতে পাকড়াও

দিনের পর দিন নদিয়ার তেহট্ট এলাকায় ঘাপটি মেরে বাস করছিল হাসেম আলি মল্লিক। আদতে সে বাংলাদেশের কুখ্যাত অপরাধী। হাতেনাতে পাকড়াও করা হল তাকে। বেআইনি ভাবে এ রাজ্যে ঢুকে পড়েছিল গ্রেফতারি এড়াতে।

Advertisement
তেহট্টে সাধুর বেশে লুকিয়েছিল বাংলাদেশের কুখ্যাত অপরাধী, হাতেনাতে পাকড়াওধৃত বাংলাদেশি
হাইলাইটস
  • নদিয়ার তেহট্টে বাংলাদেশি অপরাধী গ্রেফতার
  • সাধু বেশে থাকছিল এ রাজ্যে
  • গ্রেফতারি এড়াতে পালিয়ে এসেছিল তেহট্টে

গ্রেফতারি এড়াতে বাংলাদেশের কুখ্যাত অপরাধী দিব্যি পশ্চিমবঙ্গে এসে ঘাপটি মেরে বসেছিলেন। জাল পরিচয় পত্র তৈরি করে এই দেশে বসবাস করছিল সে। রাজ্যে গোয়েন্দা দফতরের স্পেশাল টিম হাতেনাতে পাকড়াও করে তাকে। ঘটনাটি নদিয়ার তেহট্ট থানার বালিউরা পূর্বা পাড়ার। ধৃতের নাম হাসেম আলি মল্লিক। তাকে সোমবার ৪ অগাস্ট তেহট্ট মহকুমার আদালতে তোলা হয়। জানা গিয়েছে, সাধুর বেশে এ রাজ্যে থাকছিলেন ওই বাংলাদেশের নাগরিক।

রাজ্য STF গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত শুরু করে এবং এই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। মহম্মদ হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিকের বয়স ৬০ বছর। সে মিথ্যা পরিচয়ে ভারতে বেআইনি ভাবে বসবাস করছিল। জানা গিয়েছে, বাংলাদেশে জঘন্য অপরাধে জড়িত ছিল এই ধৃত ব্যক্তি।

ধৃত বাংলাদেশি অপরাধী

এই তথ্যের ভিত্তিতে, STF, তেহট্ট থানা পুলিশের সহায়তায় বালিউরা পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত হাসেম আলি মল্লিককে গ্রেফতার করে। ওই ব্যক্তি বৈধ ভারতীয় নাগরিকত্বের নথি দাখিল করতে ব্যর্থ হয় এবং নিজের বাংলাদেশি পরিচয় স্বীকার করে নেয়। সে বাংলাদেশে অসামাজিক কার্যকলাপের অভিযোগ থাকায় বাংলাদেশ পুলিশ তাকে খুঁজছিল। সে গ্রেফতারি এড়াতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসে। নিজের পরিচয় গোপন করার জন্য ভারতীয় নথি জাল করার কথাও স্বীকার করেছে পুলিশি জেরায়।

রিপোর্টার: সুরজিৎ দাস

 

POST A COMMENT
Advertisement