বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় জখম বাংলার ২ কৃষক।বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় দুই ভারতীয় কৃষক জখম হয়েছেন বলে অভিযোগ উঠল। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে কৃষকদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ২ ভারতীয় কৃষককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলা রানিতলা থানার আখেরি গঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মল চর ভারত-বাংলাদেশ সীমান্তে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্তে বেশ কিছু জায়গায় নাকি পিলার নেই। বাংলাদেশিরা সেই সুযোগে ঢুকে হামলা চালিয়েছে। দুই কৃষককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার বর্ডারের বিভিন্ন সমস্যা নিয়ে আখেরীগঞ্জের নির্মলচর মাঝচর BSF ক্যাম্পে কোম্পানি কমান্ডারের সঙ্গে আলোচনা করেন।
গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে কারণ এই সীমান্তে কিছু কিছু এলাকা অবহেলিত ভাবে পড়ে রয়েছে। কাঁটাতারের বেড়াও নেই। বাংলাদেশিরা সেই জায়গা দিয়ে ঢুকে ভারতীয় কৃষকদের ফসল নষ্ট করে দিচ্ছে। গরু দিয়ে খাইয়ে দিচ্ছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, একাধিক ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় জমি দেখাশোনার কাজ করছিলেন। সেই সময় বাংলাদেশের দুষ্কৃতীরা এসে তাঁদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে।
সংবাদদাতা- গোপাল ঠাকুর