scorecardresearch
 

রেশন কার্ডে পদবি 'কুত্তা', BDO-র সামনে ব্যক্তি আওয়াজ তুললেন ঘেউ ঘেউ

ওই ব্যক্তির নাম শ্রীকান্তি কুমার দত্ত (Srikant Kumar Dutta)। কিন্তু রেশন কার্ডে (Ration Card) তাঁর নাম এসেছে শ্রীকান্তি কুমার 'কুত্তা' (Srikant Kumar Kutta)। কার্ডের নামে থাকা ভুল সংশোধনের জন্য বহুবার চেষ্টাও করেছেন তিনি। কিন্তু বহু চেষ্টার পরেও নাম সংশোধন করতে ব্যর্থ হন। অবশেষে স্থানীয় বিডিও-র দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এমন আচরণ করছেন বলে জানা গিয়েছে। 

Advertisement
রেশন কার্ডের ভুল সংশোধন করতে অভিনব ঘটনা রেশন কার্ডের ভুল সংশোধন করতে অভিনব ঘটনা
হাইলাইটস
  • রেশন কার্ডে পদবি ভুল
  • পরিবর্তন করতে অভিনব পদক্ষেপ
  • বাঁকুড়ার বিকনার ঘটনা

আসলে তিনি মানুষ, কিন্তু আচরণ করছেন কুকুরের মতো। কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডাকছেন, আবার গাড়ির পিছনে তেড়ে যাচ্ছেন। আর ব্যক্তির এহেন অদ্ভুত কার্যকলাপ দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিকনায় (Bikna Bankura)। 

কেন এমন আচরণ? 
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শ্রীকান্তি কুমার দত্ত (Srikant Kumar Dutta)। কিন্তু রেশন কার্ডে (Ration Card) তাঁর নাম এসেছে শ্রীকান্তি কুমার 'কুত্তা' (Srikant Kumar Kutta)। কার্ডের নামে থাকা ভুল সংশোধনের জন্য বহুবার চেষ্টাও করেছেন তিনি। কিন্তু বহু চেষ্টার পরেও নাম সংশোধন করতে ব্যর্থ হন। অবশেষে স্থানীয় বিডিও-র দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এমন আচরণ করছেন বলে জানা গিয়েছে। 

এক্ষেত্রে শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দে ডাকাই নয়, গাড়ি দেখলে ছুটে যাওয়া বা কুকুরের সহজাত অন্যান্য আচরণগুলিও করতে দেখা গিয়েছে শ্রীকান্ত কুমার দত্তকে। আর তাঁর এই কান্ডকারখানা দেখে হতবাক সকলে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। 

অতীতেও ঘটেছে এমন ঘটনা
প্রসঙ্গত আধার কার্ড (Aadhar Card), ভোটার কার্ড (Voter Card) বা রেশন কার্ডের (Ration Card) মতো গুরুত্বপূর্ণ নথিপত্রে নাম বা ঠিকানা ভুলের ঘটনা এই প্রথম নয়। প্রায়শই এই ধরনের ঘটনা শোনা যায়। যা সংশোধনের জন্য কখনও কখনও মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ ওঠে। তবে নাম সংশোধনের জন্য এই ধরনের অভিনব পদক্ষেপ আগে কখনও দেখা গিয়েছে কিনা তা কেউই মনে করতে পারছেন না। এখন দেখার শেষ পর্যন্ত কবে রেশন কার্ডের থাকা এই ভুল সংশোধন করতে সক্ষম হন শ্রীকান্তবাবু। 

আরও পড়ুন - ওজন কমায়-গ্যাস-অম্বলের দাওয়াই কিশমিশের জল, কীভাবে বানাবেন?

 

Advertisement

Advertisement