শুরু হচ্ছে ময়নাপুর-জয়রামবাটি নতুন ট্রেন পরিষেবা।-ফাইল ছবিদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বাঁকুড়াবাসীর। ময়নাপুর-জয়রামবাটি নতুন রেললাইনের উদ্বোধনের মাধ্যমে রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৫ কিলোমিটার দীর্ঘ ময়নাপুর-বড়গোপীনাথপুর-জয়রামবাটি রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রেলপথটি বহু প্রতীক্ষিত তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পেরই একটি অংশ।
এই নতুন রেললাইনের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে ময়নাপুর-জয়রামবাটি নতুন ট্রেন পরিষেবা। বর্তমানে চলাচলকারী বাঁকুড়া-ময়নাপুর মেমু ট্রেনটি সম্প্রসারিত হয়ে এবার পৌঁছবে জয়রামবাটি পর্যন্ত। ফলে জয়রামবাটি থেকে সরাসরি মেমু ট্রেনে বাঁকুড়া শহরে যাতায়াত করা সম্ভব হবে।
সাধারণ মানুষ ও ধর্মীয় পর্যটনে বড় সুবিধা
পূর্ব রেলের আধিকারিকদের মতে, এই নতুন রেলপথ চালু হলে প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগ বাড়বে, যা স্থানীয় অর্থনীতিকে আরও মজবুত করবে। পাশাপাশি ধর্মীয় পর্যটনেও উল্লেখযোগ্য গতি আসবে। ট্রেনে করেই সহজে মা সারদার জন্মভূমি জয়রামবাটি ও নিকটবর্তী কামারপুকুরে পৌঁছনো যাবে, যা পর্যটকদের কাছে বড় সুবিধা।
উদ্বোধনী জয়রামবাটি-বাঁকুড়া মেমু স্পেশালের সময়সূচি
উদ্বোধনের দিন, রবিবার বিশেষ মেমু ট্রেন চালানো হবে।
জয়রামবাটি-বাঁকুড়া মেমু স্পেশাল (০৮০৯৫)
ছাড়বে: দুপুর ৩টা, জয়রামবাটি থেকে
পৌঁছবে: বিকেল ৫টা ৩৫ মিনিট, বাঁকুড়া
অর্থাৎ পুরো যাত্রায় সময় লাগবে প্রায় আড়াই ঘণ্টা।
বাঁকুড়া ও জয়রামবাটীর মধ্যে ৮টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। সেগুলি হলো ভেদুয়াশোল, ওন্দাগ্রাম, রামসাগর, বিষ্ণুপুর, বিরসা মুন্ডা, গোকুলনগর-জয়পুর, ময়নাপুর ও বড়গোপীনাথপুর।
আরও একগুচ্ছ ট্রেনের উদ্বোধন
ময়নাপুর-জয়রামবাটি রেললাইনের পাশাপাশি প্রধানমন্ত্রী একসঙ্গে আরও বেশ কয়েকটি নতুন ট্রেনের সূচনা করবেন। পশ্চিমবঙ্গ ও অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রেল পরিষেবায় বড়সড় চমক দিতে চলেছে কেন্দ্র। হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি মোট ৯টি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হবে।
এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি, এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার-পানভেল, ডিব্রুগড়–গোমতী নগর, কামাখ্যা-রোহতক, হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল, শিয়ালদা-বেনারস, নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল এবং সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।