Bansdroni Accident: রাতেও অশান্ত বাঁশদ্রোণী, গ্রেফতার ৫ BJP কর্মী, থানায় ধর্না রূপার

মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর তপ্ত ছিল এলাকা। বুধবার দিনভর বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। এরই মধ্যে পাটুলি থানায় চারটি মামলা দায়ের করা হয়। বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

Advertisement
রাতেও অশান্ত বাঁশদ্রোণী, গ্রেফতার ৫ BJP কর্মী, থানায় ধর্না রূপাররাতেও তপ্ত বাঁশদ্রোণী, থানার ভিতরে ধর্না রূপা গঙ্গোপাধ্যায়ের

মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর তপ্ত ছিল এলাকা। বুধবার দিনভর বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। এরই মধ্যে পাটুলি থানায় চারটি মামলা দায়ের করা হয়। বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

তারপর বুধবার রাতে বাঁশদ্রোণী থানায় যান বিজেপির কর্মী, সমর্থকেরা।  থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। 

এরপর থানার ভিতরে ঢুকে পড়েন রূপা। বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি কর্মীরা। সংবাদমাধ্যম সূত্রে খবর তাঁদের দাবি, বিনা অভিযোগে বিজেপি নেত্রী রুবি মণ্ডলকে আটক করা হয়েছে। 

দিনভর এত টানাপোড়েনের পরও কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদারের দেখা মেলেনি।

উল্লেখ্য, বুধবার কোচিং সেন্টারে যাওয়ার পথে একটি পে লোডারের ধাক্কায় গাছের সঙ্গে পিষে যায় নবম শ্রেণির কিশোর।দুর্ঘটনাটি ঘটে কলকাতা পুরসভার ১১৩ নম্বর এলাকায়। সেখানে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছিল। সৌম্য শীল নামের ওই কিশোর টিউশন পড়তে যাচ্ছিল বাড়ি থেকে কিছুটা দূরে দীনেশ নগর অটোস্ট্যান্ডের কাছে। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ক্ষোভে তেঁতে ওঠেন এলাকাবাসীরা। রাস্তার বেহাল দশা নিয়েও তাঁরা অভিযোগ জানান। ওসিকে আটকে রেখে বিক্ষোভ চালান সাধারণ মানুষ। ওসিকে উদ্ধার করতে তৃণমূলের বাহিনী পাঠানো হয় বলে দাবি করেন সাধারণ মানুষ। এরপর ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের দক্ষিণ শহরতলির ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

POST A COMMENT
Advertisement