বারাসাত পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের মালির বাগান এলাকায় এক নক্করজনক ঘটনার অভিযোগ উঠেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নিজের নাতনিকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী নিরাঞ্জন সাহার বিরুদ্ধে।
সূত্রের খবর, বুধবার দুপুরে বাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। সেই সময় অভিযুক্ত দাদু তার নাবালিকা নাতনির সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। সন্ধ্যায় পরিবারের সদস্যরা ফিরে এলে শিশুটি তার মায়ের কাছে সমস্ত ঘটনা জানায়। এরপরই শিশুটির মা বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। নাবালিকাকে চিকিৎসার জন্য বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।
নাবালিকার বাবা বলেন, 'ধর্ষণ করেনি। তবে বাবা আমার মেয়ের সঙ্গে অভব্য ব্যবহার করেছে। বাব মাঝেমধ্যেই মেয়েকে আদর করে। কিন্তু মেয়ে ওর মাকে অভিযোগ করেছে।'
ওই নাবালিকার মাসি বলেছেন, 'সকাল এগারোটায় হয়েছে ঘটনা। জেনেছি সন্ধেয়। জামা-কাপড় খুলে চুমু খেয়েছে। আমরা থানা-পুলিশ করেছি। আমরা এর শেষ দেখে ছাড়ব।'
ওই নাবালিকার ঠাকুমা বিষয়টিতে বলেছেন, 'আমি কিছুই জানি না। আমি পার্টি অফিসে গিয়েছিলাম। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য। নাতনিকে খুবই ভালোবাসত। কেন এমন অভিযোগ উঠল জানিনা।'
এদিকে, এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। পরিবারের সদস্যরাও দ্রুত আইনি ব্যবস্থার আর্জি জানিয়েছেন।