গভীর রাতে অশোকনগরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে জখম মা এবং দুই সন্তান। আশঙ্কাজনক বড় ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অশোকনগর পৌরসভার ছ'নম্বর ওয়ার্ডের বিনিময় পাড়া এলাকায়। জয়ন্ত ভট্টাচার্য্য নামে এক ব্যক্তির বাড়িতে।
পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, বাড়ির মালিক জয়ন্ত ভট্টাচার্য্য একা উপরের ঘরে ঘুমোচ্ছিলেন। নীচের একটা ঘরে তাঁর স্ত্রী নীলাঞ্জনা দেবী দুই পুত্র সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন। এছাড়াও বৃদ্ধ বাবা-মা আলাদা আরেকটি ঘরে ঘুমোচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ নীলাঞ্জনা দেবীর আগুন আগুন বলে চিৎকারে ঘুম ভাঙে পাড়া-প্রতিবেশী থেকে পরিবারের সদস্যদের।
স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজা ভেঙে নীলাঞ্জনা দেবী এবং তাঁর দুই ছেলেকে উদ্ধার করে। এরপর অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। নীলাঞ্জনা দেবীর মাত্র ১১ বছর বয়সী বড় ছেলে আনমোল ভট্টাচার্য্যের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও, গুরুতর যখন নীলাঞ্জনা দেবী এবং তাঁর দু'বছরের ছোট ছেলে আদিত্য।
তিনজনকেই অশোকনগর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে বারাসাত রেফার করা হয়। ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ। তবে কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তদন্তে অশোকনগর থানার পুলিশ এবং দমকল আধিকারিকরা।